Central Goverment: কল থাকলেও পড়ে না জল! এ রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পের কাজ কতদূর? উঠে এল বিস্ফোরক তথ্য
Central Goverment: যে সকল বাড়িতে এখনও অবধি এই প্রকল্প পৌঁছেছে সেখানেও অভিযোগ উঠছে কল থাকলেও পড়ে না পানীয় জল। সেই কারণে কোথাও কোনও বন্যা পরিস্থিতি তৈরি হয়, বা খরা হয় সেখানে বন্যা পরিস্থিতি তৈরি হয়। আর পানীয় জল পৌঁছতে হয় গাড়ি গাড়ি করে।
কলকাতা: রাজ্যের জল জীবন মিশনের কাজ নিয়ে প্রশ্ন প্রশাসনের অন্দরে। ২০১৯ সালের অগস্ট মাসে কেন্দ্রীয় সরকার সারা দেশে নলবাহিল জল পৌঁছনোর কাজ শুরু করার অঙ্গীকার করেছিল। সূত্রের খবর, এই রাজ্যে সেই প্রকল্পের কাজ ৫২. ৯৯ শতাংশ হয়েছে। দশ কোটি জনসংখ্যার মধ্যে বাংলার ২৬ অক্টোবর পর্যন্ত ৯২ লক্ষ ৮৬ হাজার ৮৬৭টি পরিবারের কাছে এই নলবাহিত জল পৌঁছে দিতে পেরেছে রাজ্য সরকার। বাকি রয়েছে ৯৯ লক্ষ ২২ হাজার ৫৮৭টি পরিবারের কাজ।
তবে বাস্তব চিত্র কী?
যে সকল বাড়িতে এখনও অবধি এই প্রকল্প পৌঁছেছে সেখানেও অভিযোগ উঠছে কল থাকলেও পড়ে না পানীয় জল। সেই কারণে কোথাও কোনও বন্যা পরিস্থিতি তৈরি হয়, বা খরা হয় সেখানে বন্যা পরিস্থিতি তৈরি হয়। আর পানীয় জল পৌঁছতে হয় গাড়ি গাড়ি করে।
সম্প্রতি বাঁকুড়া থেকে উঠেছে এ হেন অভিযোগ। এমনীতে ক্ষরা প্রবণ জেলা বাঁকুড়া। বছর খানেক আগে গ্রামে নলবাহিত পানীয় জল দেওয়ার জন্য বসানো হয় পাইপ লাইন। বাড়ি বাড়ি জলের পাইপ লাইনের সংযোগও দেওয়া হয়। সুন্দর কংক্রিটে বাঁধাই করে প্রতিটি বাড়ির উঠোনে ঘটা করে বসানো হয় ট্যাপ। গ্রামের জলকষ্ট দূর হবে এই আশায় বুক বাঁধতে শুরু করেন গ্রামের মানুষ। কিন্তু কোথায় কী!নল ও কল বসলেও আজো নলবাহিত পানীয় জল এসে পৌঁছায়নি এই উপর শুশুনিয়া গ্রামে। তবে শুধু বাঁকুড়া নয়, একাধিক জেলা থেকেই দেখা যায় এই ধরনের অভিযোগ করে থাকেন সেখানকার বাসিন্দারা।