Sovandeb Chattopadhyay: ‘নীচু তলায় স্বার্থ নিয়ে অনেকে রয়েছেন তা মেটাতে হবে’, তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রসঙ্গে মন্তব্য কৃষিমন্ত্রীর
West Bengal: কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ও বলেন, 'নীতিগত প্রশ্নে অভিষেক যা বলছে তা সঠিক। কারণ একটি দল সম্মিলিত ভাবে না চললে সেই দল ঠিকমতো চলতে পারে না।'
কলকাতা: সামনে পঞ্চায়েত ভোট। তার আগে জেলায়-জেলায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসেছে। এমনকী তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের উদ্দেশে বার্তা দিয়ে বলেছেন, একসঙ্গে সকলকে নিয়ে চলতে হবে। তবুও বদলায়নি পরিস্থিতি। এরপর আজ রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ও বলেন, ‘নীতিগত প্রশ্নে অভিষেক যা বলছে তা সঠিক। কারণ একটি দল সম্মিলিত ভাবে না চললে সেই দল ঠিকমতো চলতে পারে না।’
কী বলেছেন কৃষিমন্ত্রী?
‘নীতিগত প্রশ্নে অভিষেক যা বলছে তা সঠিক। কারণ একটি দল সম্মিলিত ভাবে না চললে সেই দল ঠিকমতো চলতে পারে না। আমার মনে হয় সকলকে নিয়ে চলা বাঞ্ছনীয়। দলের মধ্যে যাঁরা যোগ্য সংগঠক তাঁদের তুলে আনা উচিত। আমাদের মতো দেশে নিচুতলায় কোথাও কোনও স্বার্থমত সংঘাত চলতে পারে। আমি সব-সময় বলি একটু পড়াশোনা করে, আদর্শ বুঝে রাজনীতি করতে। যেই ছেলেটা বুঝে রাজনীতি করে সে কথায়-কথায় ঝগড়া করে না। আর যারা স্বার্থগত কারণে জড়িয়ে পড়ে ঠিক তখনই সংঘাত হয়।’
সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘তৃণমূলের নেতারা যখন যা বলেন সেই কথার কোনও মূল্য থাকে না সকলে বুঝতে পারছেন। পৌরসভা নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক কথাই বলেছিলেন। দেখা গেল ভোটের নামে লুঠপাট চলছে। এখন অভিষেক বলছেন ঐক্যবদ্ধ হতে হবে। দলের নেতারা ঠিক এই কথাই বলবেন সেইটাই স্বাভাবিক। তৃণমূলের জার্সি গায়ে দিয়ে পুলিশকে সঙ্গে রেখে তোলাবাজির কাজ কে বেশি করতে পারবে লড়াইটা এখন তৃণমূলের সেখানেই।’