কলকাতা: গোটা দেশের পাশাপাশি ভোট জ্বরে কাবু বাংলা। ১৯ এপ্রিল শুরু হয়ে যাচ্ছে প্রথম দফার নির্বাচন। প্রচারে ঝড় তুলতে অনেক আগে থেকেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন শাসক-বিরোধী সব শিবিরের লোকজনই। এরইমধ্যে টলিপাড়ার অনেক চেনা মুখের সঙ্গে দেখা করলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। পয়লা বৈশাখের শুভেচ্ছা বিনিময়ও করলেন। দেখা করলেন পবিত্র সরকার, বিকাশরঞ্জন ভট্টাচার্য, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে।
দেখা করলেন কৌশিক ও ঋদ্ধি সেন, অনির্বাণ ভট্টাচার্য, বাদশা মৈত্র, ঊষসী চক্রবর্তী, সাহেব ভট্টাচার্য, তুষার রক্ষিত, অভিজিৎ বর্মন (পটা), অনুষ্টুপ মজুমদারদের সঙ্গেও। ফোনেও কথা বলেন অনেকের সঙ্গে। প্রসঙ্গত, প্রচারে বেরিয়ে প্রায়শই সৃজনের মুখে শোনা যাচ্ছে বাম রাজনীতির সেই চেনা খাদ্য-বস্ত্র-বাসস্থানের কথা। তুলছেন চাকরির দাবিও। কিন্তু, তারপরেও কোন কোন ইস্যুতে তুলে ধরলে ভাল হয় তা এই সব বিশিষ্টজনেদের কাছ থেকে জানতে চাইছে বামেরা। বার্তাও পাঠানো হয়েছে সকলকে।
সৃজন বলছেন, “যাদবপুর লোকসভা জুড়ে নাগরিক সমাজের কয়েক হাজার প্রতিনিধির কাছে পরামর্শ চেয়ে নববর্ষের বার্তা পাঠাচ্ছি আমরা। আবেদনে লেখা থাকছে, বামপন্থীদের প্রচার ও কাজে কোন বিষয়গুলি উঠে এলে ভাল হয়, সে বিষয়ে আপনার পরামর্শ আমাদের সমৃদ্ধ করবে। প্রসঙ্গত, এবারের লোকসভা ভোটে যাদবপুর কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে লড়ছেন সায়নী ঘোষ। লড়াইয়ে রয়েছে বিজেপি, আইএসএফও। ভোট ঘোষণার পর থেকে সব প্রার্থীই জোরকদমে করছেন প্রচার। বাম-কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা নিয়ে বিগত কয়েক সপ্তাহে বিস্তর টানাপোড়েন চলেছিল। শেষ পর্যন্ত সমঝোতা হয়নি। প্রথমে শোনা গিয়েছিল যাদবপুরে প্রার্থী নাও দিতে পারে আইএসএফ। যদিও পরে দেখায় প্রার্থী দিয়েছে নওশাদের দল।