SSC Case Verdict: স্কুলে স্কুলে কত মাস্টারমশাই, দিদিমণির ঘাটতি হবে! রইল সব হিসেব নিকেশ

SSC Verdict: বাংলায় সরকারি স্কুলগুলিতে শিক্ষক-শিক্ষিকার সংখ্যায় এক বড় ঘাটতি পড়তে চলেছে হাইকোর্টের রায়ের পরে। কতটা শূন্যতা তৈরি হচ্ছে সরকারি স্কুলগুলির শিক্ষক সংখ্যায়? মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানালেন, বর্তমান পরিস্থিতিতে প্রায় ১৫ শতাংশ শিক্ষক-শিক্ষিকা কমে যাবে।

SSC Case Verdict: স্কুলে স্কুলে কত মাস্টারমশাই, দিদিমণির ঘাটতি হবে! রইল সব হিসেব নিকেশ
প্রতীকী ছবিImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Apr 23, 2024 | 6:16 PM

কলকাতা: এসএসসি মামলার রায়ে হাইকোর্টে জোর ধাক্কা খেয়েছে রাজ্য। বাতিল হয়েছে ২০১৬ সালের পুরো নিয়োগ প্যানেল। যার জেরে গোটা রাজ্যে প্রায় ২২ হাজারের আশপাশে শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারাতে বসেছেন। বাংলায় সরকারি স্কুলগুলিতে শিক্ষক-শিক্ষিকার সংখ্যায় এক বড় ঘাটতি পড়বে এর ফলে। কতটা শূন্যতা তৈরি হচ্ছে সরকারি স্কুলগুলির শিক্ষক সংখ্যায়? মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানালেন, বর্তমান পরিস্থিতিতে প্রায় ১৫ শতাংশ শিক্ষক-শিক্ষিকা কমে যাবে।

টিভি নাইন বাংলাকে একান্ত সাক্ষাৎকারে পর্ষদ সভাপতি বললেন, ‘এখন যা পরিস্থিতি, তাতে প্রায় ১৫ শতাংশ শিক্ষক চলে যাবেন। প্রায় ২৫ শতাংশ গ্রুপ সি শিক্ষাকর্মী বাদ চলে যেতে পারেন। সঙ্গে প্রায় ২৫-৩০ শতাংশ গ্রুপ ডি কর্মী বাদ চলে যেতে পারেন।’

উল্লেখ্য, হাইকোর্টের রায়ের পর গতকালই সাংবাদিক বৈঠকে বসেছিলেন মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্য়ায়। হাইকোর্টের রায়ের ফলে এতজন শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মী যে কাজ হারাতে বসেছেন, তা নিয়ে উদ্বেগের সুর শোনা গিয়েছিল পর্ষদ সভাপতির গলায়। পর্ষদের তরফে সাংবাদিক বৈঠকে তিনি বলেছিলেন, ‘স্কুল পরিচালনা করা, পঠন পাঠন ব্যবস্থা, সবটাই দেখা-বোঝা বোর্ডের দায়িত্ব। স্কুলগুলো কীভাবে চলবে, সেটা আমাদের নজর রাখতে হবে।’ রামানুজ গঙ্গোপাধ্য়ায় আজও জানিয়েছেন, যা হচ্ছে তা ‘দুর্ভাগ্যজনক’। স্কুল পরিচালনা করার দায়িত্ব যে পর্ষদের, সে কথাও আজ আবারও বলেছেন তিনি।