AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SSC: সুপ্রিম নির্দেশে রাত পোহালেই নতুন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ, এবার কি বসতে পারবেন ফ্রেশার্সরাও?

SSC: বড় প্রশ্ন, এবারের পরীক্ষায় কি ফ্রেশার্সরাও বসতে পারবেন? উত্তরটা, হ্যাঁ! বরং এবারের পরীক্ষার্থীর সংখ্যা হবে আরও বহু গুণ বেশি। কারণ গত দশ বছর ধরে যাঁরা বিএড পাশ করে বসে রয়েছেন, তাঁরাও পরীক্ষায় বসতে পারেননি এতদিন। এবার তাঁদেরও সুযোগ। ফলে এই লড়াই অনেকটাই কঠিন।

SSC: সুপ্রিম নির্দেশে রাত পোহালেই নতুন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ, এবার কি বসতে পারবেন ফ্রেশার্সরাও?
নতুন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 29, 2025 | 2:45 PM
Share

কলকাতা: আগামিকাল, ৩০ মে নতুন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে এসএসসি। প্রায় দশ বছর পর নতুন পরীক্ষা বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে এসএসসি। শেষ পরীক্ষা হয়েছিল ২০১৬ সালে। তার মাঝে অবশ্য আপার প্রাইমারিতে ২০২২ সালে একবার নিয়োগ হয়েছিল। ২০১৬ সালের পুরো প্যানেলই বাতিল করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত রাজ্যকে নির্দেশ দিয়েছে, নতুন করে পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে ওই প্যানেলের প্রত্যেককে নতুন করে পরীক্ষায় বসার সুযোগ করে দিতে হবে। যদিও নতুন করে পরীক্ষায় বসতে একেবারেই নারাজ চাকরিহারা। বড় প্রশ্ন, এবারের পরীক্ষায় কি ফ্রেশার্সরাও বসতে পারবেন? উত্তরটা, হ্যাঁ! বরং এবারের পরীক্ষার্থীর সংখ্যা হবে আরও বহু গুণ বেশি। কারণ গত দশ বছর ধরে যাঁরা বিএড পাশ করে বসে রয়েছেন, তাঁরাও পরীক্ষায় বসতে পারেননি এতদিন। এবার তাঁদেরও সুযোগ। ফলে এই লড়াই অনেকটাই কঠিন।

⁠বিজ্ঞপ্তি হবে মোট ৪৪,২০৩ শূন‍্যপদের।  ⁠ নবম-দশমের ক্ষেত্রে  ১১৫১৭+১১৬৯৫ = ২৩২১২ ও একাদশ দ্বাদশের ক্ষেত্রে ৬৯১২+৫৬০২=১২৫১৪। অর্থাৎ ৩৫, ৭২৬। সেখানে ২০১৬ সালের প্যানেলের চাকরিহারা শিক্ষক শিক্ষিকাই রয়েছেন ১৯হাজার।

অন্যদিকে, গ্রুপ সি  ৫৯১+২৩৯৮ = ২৯৮৯ ও গ্রুপ ডি-র ক্ষেত্রে  ১০০০+৪৪৮৮ = ৫৪৮৮ শূন্যপদ রয়েছে। তবে আপাতত শিক্ষকপদেই বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার।

দুর্নীতি রুখতে এবারের পরীক্ষাবিধিও আরও বেশি কড়া করা হবে বলে জানা গিয়েছে।

দুর্নীতি রুখতে পরীক্ষাবিধিতে একগুচ্ছ বদলের সম্ভাবনা রয়েছে। যেমন:

১. OMR-এর হবেই পরীক্ষা। এবার OMR- শিটের কার্বন কপি দেওয়া হবে।

৩. ফিরবে ইন্টারভিউ বা অ্যাপ্টিটিউড টেস্ট, হবে ভিডিয়োগ্রাফি।

৪. মডেল উত্তরপত্র আপলোড করা হবে ওয়েবসাইটে।

৫. নম্বর বিভাজনের ক্ষেত্রেও বেশ কিছু জায়গায় পরিবর্তন আনা হচ্ছে।

৬. অ্যাকাডেমিক স্কোরের থেকেও বেশি গুরুত্ব দেওয়া হবে, কীভাবে একজন শিক্ষক পড়িয়ে দেখাচ্ছেন, ডেমো দেখাচ্ছেন তার ওপর।

৭. শিক্ষক প্রশিক্ষণের ওপরেও কোনও নম্বর থাকে কিনা, সেটাও দেখা হচ্ছে। ২০১৬ সালের প্যানেলের চাকরিহারাদের এবারের পরীক্ষায় বাড়তি সুযোগ দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, তেমনটা হলে পাল্টা মামলারও ভয় রয়েছে।

আইনজীবী ফিরদৌস শামিমের দাবি, “পরীক্ষায় দ্বিচারিতা হলে নিশ্চিত মামলা হবে।”