SSC Website: সারা রাত জেগেও রেজাল্ট দেখতে পেল না কেউ, খুলল না SSC-র ওয়েবসাইট
SSC: ওয়েবসাইটের এই পরিস্থিতির জন্য স্কুল সার্ভিস কমিশনের তরফে এখনও পর্যন্ত কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। নবম-দশম ও একাদশ-দ্বাদশ মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৫ লক্ষ ২৫ হাজার। এর মধ্যে নবম-দশমে ২৩ হাজার ২১২টি পদে নিয়োগ হবে। একাদশ-দ্বাদশে সেই সংখ্যা অর্ধেক। অর্থাৎ আরও কম প্রার্থী ইন্টারভিউয়ের ডাক পাবেন।
কলকাতা: দীর্ঘ অপেক্ষার পর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয় গত সেপ্টেম্বর মাসে। ৭ অক্টোবর সেই পরীক্ষার ফল প্রকাশ করে এসএসসি। এই চাকরির ফলাফলের উপর ২৬,০০০ চাকরিহারার ভবিষ্যৎ নির্ভর করছে। আর সেই ফলাফল নিয়েই বিভ্রাট। রাত পোহালেও সেই ফলাফল দেখতে পেল না কেউ। শুক্রবার ফল প্রকাশ হওয়ার পর শনিবার সকাল পর্যন্ত খুলল না এসএসসি-র ওয়েবসাইট।
মূল ওয়েবসাইট www.westbengalssc.com ও www.wbsschelpdesk.com- দুটি ওয়েবসাইটই খোলা যাচ্ছে না। মূল ওয়েবসাইট খুললেই দেখা যাচ্ছে, ‘site can’t be reached’। আর দ্বিতীয় ওয়েবসাইটটিতে দেখা যাচ্ছে, ‘Too Many Requests’। অর্থাৎ অনেক প্রার্থী একসঙ্গে সাইটটি খোলার জন্য চেষ্টা করাতেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।
ফলাফল দেখতে না পাওয়ায় প্রার্থীরা রীতিমতো বিরক্ত। এক চাকরিপ্রার্থী বিরক্তি প্রকাশ করে লিখেছেন, “ইতিহাসে হয়ত এমন হয়নি। ১০০ বছর পর মানুষ বই পড়ে জানতে পারবে, ১৪ বছর পর একটা এসএলএসটি পরীক্ষা হয়েছিল, যার রেজাল্টের জন্য সবাই রাত জেগেছে।” ক্ষোভ প্রকাশ করেছেন চাকরিপ্রার্থী তথা আন্দোলনকারীদের অন্যতম মুখ চিন্ময় মণ্ডল। তিনি লিখেছেন, “সারারাত যারা চেষ্টা করেছ, এবার ঘুমিয়ে নাও। এটা তো শুধু স্কোর বোর্ড। কেউ ডাক পাবে কি না, জানতে পারবে না।”
ওয়েবসাইটের এই পরিস্থিতির জন্য স্কুল সার্ভিস কমিশনের তরফে এখনও পর্যন্ত কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। নবম-দশম ও একাদশ-দ্বাদশ মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৫ লক্ষ ২৫ হাজার। এর মধ্যে নবম-দশমে ২৩ হাজার ২১২টি পদে নিয়োগ হবে। একাদশ-দ্বাদশে সেই সংখ্যা অর্ধেক। অর্থাৎ আরও কম প্রার্থী ইন্টারভিউয়ের ডাক পাবেন। চাকরিহারা ছাড়া বহু নতুন প্রার্থী পরীক্ষা দিয়েছেন। তবে চাকরির অভিজ্ঞতার জন্য পৃথক নম্বর ধার্য করা হয়েছিল। লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর সেই নম্বর যুক্ত হলে জানা যাবে, কাদের ইন্টারভিউতে ডাকা হবে। চাকরিহারা মেহবুব মণ্ডল বলেন, “লিখিত পরীক্ষার ফলাফল এটা। এর সঙ্গে আরও যুক্ত হয়ে ইন্টারভিউ-র কল হবে। যারা এত বছর পরও ডাক পাবে না। তাদের কী হবে, তার উত্তর খুঁজব।”
