SSKM Hospital: গ্রুপ বম্বে নেগেটিভ! শহর ঘুরে বিরল রক্ত জোগাড় করে মনসুর বিবিকে বাড়ি ফেরাল এসএসকেএম

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 17, 2021 | 12:43 PM

SSKM Hospital: এসএসকেএম হাসপাতালের উপাধ্যক্ষ ও সুপারিন্টেনডেন্ট পীযুষকান্তি রায় ও চিকিৎসক ডাঃ শম্ভুনাথ বন্দ্যোপাধ্যায় রক্তের খোঁজে যোগাযোগ করেন স্বেচ্ছাসেবী সংগঠন উত্তর কলকাতা উদয়ের পথের সঙ্গে।

SSKM Hospital:  গ্রুপ বম্বে নেগেটিভ! শহর ঘুরে বিরল রক্ত জোগাড় করে মনসুর বিবিকে বাড়ি ফেরাল এসএসকেএম
সুস্থ হয়ে বাড়ি ফিরছেন মনসুর বিবি (নিজস্ব চিত্র)

Follow Us

নন্দন পাল: আশা ছাড়েননি ওঁরা। বিরল বম্বে নেগেটিভ রক্তের খোঁজে দিনরাত এক করে দিয়েছিলেন। আর তাতেই নতুন জীবন পেলেন মনসুর বিবি। এসএসকেএম হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন বৃহস্পতিবার। ডিম্বাশয়ের ক্যান্সারে আক্রান্ত পূর্ব মেদিনীপুরের লালপুরের ৫৪ বছরের মনসুর বিবি ২৬ দিন আগে ভর্তি হন এসএসকেএমে। তাঁর চিকিৎসার জন্য প্রয়োজন ছিল অস্ত্রপচারের। এদিকে মনসুর বিবির রক্তের গ্রুপ বিরল ‘বোম্বে নেগেটিভ’ হওয়ায় এ শহরের ব্লাড ব্যাঙ্কগুলিতে ওই গ্রুপের রক্ত ছিল অপ্রতুল।

বিপাকে পড়ে পরিবার, উদ্বিগ্ন হয়ে পড়েন চিকিৎসকরা। করা যাচ্ছিল না রোগিনীর অস্ত্রপচার। এসএসকেএম হাসপাতালের উপাধ্যক্ষ ও সুপারিন্টেনডেন্ট পীযুষকান্তি রায় ও চিকিৎসক ডাঃ শম্ভুনাথ বন্দ্যোপাধ্যায় রক্তের খোঁজে যোগাযোগ করেন স্বেচ্ছাসেবী সংগঠন উত্তর কলকাতা উদয়ের পথের সঙ্গে। ওই সংগঠনের সদস্য মৃদুল দোলুই বিরল বম্বে ব্লাড গ্রুপের মানুষ এবং এই ব্লাড গ্রুপের মানুষদের নিয়ে সচেতনতা প্রসারের কাজ করেন।

মৃদুল তাঁর বন্ধু দীপঙ্কর মিত্র উত্তর কলকাতা উদয়ের পথের সহায়তায় যোগাযোগ করেন ‘বম্বে গ্রুপ নেটওয়ার্ক’ এবং সর্বভারতীয় রক্তদাতাদের কেন্দ্রীয় সংগঠনের সঙ্গে। তাঁদের লেগে থাকায় অবশেষে কাজ হয়। সারা দেশের মানুষের উদ্যোগে ৮ ডিসেম্বর কেরালার আলাপুঝার সরকারি মেডিক্যাল কলেজ থেকে আসে এক ইউনিট বম্বে নেগেটিভ গ্রুপের রক্ত। চিকিৎসকরা আর কাল বিলম্ব না করে ওই দিনই অস্ত্রপচার করেন মনসুর বিবির। বিপদ মুক্ত হন তিনি। তারপর ১৩ ডিসেম্বর, লখনউ থেকে আসে আরও এক ইউনিট রক্ত যা কাজে লাগে রোগীর পোস্ট অপারেটিভ কেয়ারে।

বৃহস্পতিবার হাসপাতাল থেকে বাড়ি ফেরায় স্বস্তির হাওয়া মনসুর বিবির বেতুলিয়া চকের বাড়িতে। তাঁর স্বামী শেখ জসিমুদ্দিন ও পুত্র শেখ মুস্তাকিম আলি কৃতজ্ঞতা জানিয়েছেন চিকিৎসক ও উত্তর কলকাতা উদয়ের পথের বন্ধুদের।

আর বম্বে ও পজিটিভ ব্লাড গ্রুপের কলকাতার মৃদুল দোলুই বলছেন, “আমাদের মত বিরল ব্লাডগ্রুপের মানুষদের তালিকা তৈরি হলে বিপদের সময়ে তা আমাদেরই কাজে আসবে।” মৃদুল জানাচ্ছেন পশ্চিমবঙ্গে এ পর্যন্ত ২৫ জনের রক্ত বম্বে গ্রুপের তবে তা সবই ছিল পজেটিভ, মনসুর বিবিই প্রথম নেগেটিভ বম্বে গ্রুপের। সম্প্রতি বম্বে ছাড়াও বিরল কিড (kidd blood group) এর অধিকারী একজনকে পাওয়া গিয়েছে রাজ্যে। আইসিএমআর বিভিন্ন মেডিক্যাল কলেজের সঙ্গে যৌথ উদ্যোগে শুরু করেছে বিরল গ্রুপের রোগীদের চিহ্নিত করে তাঁদের রেকর্ড রাখা।

আরও পড়ুন: তৃণমূল প্রার্থী ও তাঁর দুই ছেলেকে সভাতেই ঢিল ছোড়ার অভিযোগ, উত্তপ্ত ১৩৫ নম্বর ওয়ার্ড

আরও পড়ুন: বিজেপি কর্মীর স্ত্রীকে ‘ধর্ষণের চেষ্টা’, ভোট পরবর্তী হিংসায় দায়ের আরও একটি এফআইআর

Next Article