AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sukanta Majumdar: প্রমাণ করতে পারলে রাজনীতি থেকে সন্ন্যাস নেব: সুকান্ত

Sukanta Majumdar: সুকান্ত মজুমদার বলেন, "রাজ্যপালকে সব জানিয়েছি। একজন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে আমার কর্মসূচি আগে থেকে রাজ্য প্রশাসন ও জেলা প্রশাসনকে জানানোর পরও যদি এই ঘটনা ঘটে, তাহলে সাধারণ একজন মানুষের সেই এলাকায় নিরাপত্তার কী হবে?"

Sukanta Majumdar: প্রমাণ করতে পারলে রাজনীতি থেকে সন্ন্যাস নেব: সুকান্ত
সুকান্ত মজুমদারImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 20, 2025 | 1:20 PM
Share

কলকাতা: আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে গিয়ে বজবজে বিক্ষোভের মুখে পড়েছিলেন তিনি। তাঁকে গালিগালাজ করা হয়। জলের বোতল, চপ্পল ছোড়া হয় বলে অভিযোগ। প্রশাসনকে জানিয়ে যাওয়ার পরও এমন বিক্ষোভ কীভাবে হল, তা নিয়ে প্রশ্ন তুললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার এই নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে অভিযোগ জানান। বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও লোকসভার সাংসদকেও জানাবেন সুকান্ত। তাঁর প্রশ্ন, একজন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে যদি এমন ঘটে, তাহলে ওই এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা কতটা?

বুধবার বজবজ-১ বিডিও অফিসের সামনে বিজেপির স্থানীয় নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। গতকাল বজবজে জয়দেব দত্ত নামে এক আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে যান সুকান্ত। তিনি হালদারপাড়ায় আসতেই তাঁকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। ‘চোর চোর’ স্লোগান দেওয়া হয়। গালিগালাজ করা হয় বলে অভিযোগ। জয়দেবের সঙ্গে দেখা করে বেরিয়ে যাওয়ার পথে সুকান্তকে লক্ষ্য করে জলের বোতল, চপ্পল ছোড়া হয় বলে অভিযোগ।

তাঁকে ঘিরে বিক্ষোভ নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন সুকান্ত। গতকাল সন্ধ্যায় বজবজে আক্রান্ত কয়েকজন বিজেপি কর্মীকে নিয়ে তিনি রাজভবনে যান। বুধবার ও বৃহস্পতিবারের ঘটনা তুলে ধরেন। রাজভবন থেকে বেরিয়ে তৃণমূলকে নিশানা করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি। সুকান্ত বলেন, “রাজ্যপালকে সব জানিয়েছি। একজন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে আমার কর্মসূচি আগে থেকে রাজ্য প্রশাসন ও জেলা প্রশাসনকে জানানোর পরও যদি এই ঘটনা ঘটে, তাহলে সাধারণ একজন মানুষের সেই এলাকায় নিরাপত্তার কী হবে?”

তৃণমূলকে আক্রমণ করে সুকান্ত বলেন, “তৃণমূল প্রচার করছে ১০০ দিনের কাজের জন্য মানুষ নাকি প্রতিবাদ করেছেন। তৃণমূল যদি ছবি দিয়ে প্রমাণ করতে পারে, বিক্ষোভকারীদের মধ্যে ১০ শতাংশ লোক রয়েছেন যাঁরা একশো দিনের কাজ করেন, তাহলে রাজনীতি থেকে সন্ন্যাস নিয়ে নেব।” তাঁর বক্তব্য, তৃণমূল কংগ্রেসের পরিচিত নেতাদের দিয়ে হামলা চালানো হয়েছে। বাংলার জনতা ভবিষ্যতে এর জবাব দেবে।”

তাঁর মাকেও গালিগালাজ করা হয়েছে বলে অভিযোগ করেন সুকান্ত। তাঁর কাছ থেকে সব শুনে রাজ্যপাল আশ্চর্য হয়েছেন বলে জানান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। তিনি বলেন, “রাজ্যপাল বলেছেন যে অগণতান্ত্রিক কার্যকলাপের বিরুদ্ধে আমাদের সকলকে একসঙ্গে লড়তে হবে। এই বিষয়ে তিনি রাজ্য সরকারের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন রাজ্যপাল। প্রয়োজনে কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট পাঠাবেন।” বিষয়টি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীও লোকসভায় জানাবেন। তিনি বলেন, “স্বাধিকার ভঙ্গ হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাব। লোকসভার অধ্যক্ষকে জানাব।”