National Highway: সবথেকে বেশি সমস্যা ৮৮ কিমি রাস্তায়! কবে কমবে যন্ত্রণা? জাতীয় সড়কে যানজট কমাতে বৈঠকে রাজ্য সরকার

Deeksha Bhuiyan | Edited By: জয়দীপ দাস

Mar 11, 2025 | 6:12 PM

National Highway: প্রভাব পড়ছে ২ নম্বর জাতীয় সড়ক ও কোনা এক্সপ্রেসওয়ের উপর। যানজট ছড়িয়ে পড়ছে পালসিট থেকে সাঁতরাগাছি পর্যন্ত। সবথেকে বেশি সমস্যা হচ্ছে এখানের ৮৮.৪ কিলোমিটার রাস্তার উপর। গাড়ি চলছে সার্ভিস রোড ধরে।

National Highway: সবথেকে বেশি সমস্যা ৮৮ কিমি রাস্তায়! কবে কমবে যন্ত্রণা? জাতীয় সড়কে যানজট কমাতে বৈঠকে রাজ্য সরকার
প্রতীকী ছবি
Image Credit source: Getty Images

Follow Us

কলকাতা: কিছুতেই কমানো যাচ্ছে না যানজটের যন্ত্রণা। এবার পদক্ষেপের পথে সরকার। অবশেষে বর্ধমান থেকে কলকাতামুখী রাস্তার যানজট কমাতে ন্যাশনাল হাইওয়ে অথারিটি অফ ইন্ডিয়ার সঙ্গে বৈঠকে বসল রাজ্য সরকার। বর্তমানে ডানকুনির কাছে একাধিক পরিকাঠামোগত উন্নয়নের কাজ চলছে। তার ফলে ডানকুনি থেকে কলকাতাগামী রাস্তা প্রায়ই বন্ধ থাকছে। চাপ বাড়ছে রাস্তায়। দীর্ঘক্ষণ যানজটে আটকে থাকছে হাজার হাজার গাড়ি।

প্রভাব পড়ছে ২ নম্বর জাতীয় সড়ক ও কোনা এক্সপ্রেসওয়ের উপর। যানজট ছড়িয়ে পড়ছে পালসিট থেকে সাঁতরাগাছি পর্যন্ত। সবথেকে বেশি সমস্যা হচ্ছে এখানের ৮৮.৪ কিলোমিটার রাস্তার উপর। গাড়ি চলছে সার্ভিস রোড ধরে। দুর্ভোগ সবথেকে বেশি বিকালের পর থেকেই। রাস্তাতেই আটকে যাচ্ছে কলকাতামুখী গাড়ি। সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে।  

বৈঠকে ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, পুলিশ কর্তারা ছাড়াও এনএইচআই এবং পূর্ত দফতরের আধিকারিকেরা। সূত্রের খবর, এদিনের বৈঠকে এনএইচআই-র তরফে স্পষ্ট জানানো হয়েছে আগামী আরও দু’মাস ওই এলাকায় কাজ চলবে। মূলত পূর্ব বর্ধমান এবং হুগলির সংযোগস্থল থেকে ডানকুনি পেরিয়ে একাধিক সাবওয়ে এবং রাস্তা পারাপারের সেতুর কাজ চলছে। সেই কাজ শেষ হতেই আরও দু’মাসের বেশি সময় লাগতে পারে। ফলে আপাতত এই সমস‍্যা থাকলেও পুলিশ-প্রশাসনকে যতটা সম্ভব যানজট কমিয়ে গতি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে এদিনের বৈঠকে।