কলকাতা: বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। বিধায়কদের দলবদল নিয়ে বিমান বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন তিনি। মঙ্গলবার বিধানসভার বাইরে সাংবাদিক বৈঠকে বিমানকে ‘বিরলের মধ্যে বিরলতম স্পিকার’ বলেও কটাক্ষ করেন বিরোধী দলনেতা।
বিজেপির একের পর এক বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন। গতকালই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন তাপসী মণ্ডল। বিধায়কদের দলবদল নিয়ে এদিন শুভেন্দু বলেন, “২০১১ সাল থেকে ৫৬ জনকে দলবদল করিয়েছেন স্পিকার। বিজেপি, সিপিএম, কংগ্রেস, আরএসপি কাউকে বাদ দেননি।”
তারপরই স্পিকারকে আক্রমণ করে তিনি বলেন, দলবদল করলেও তা বিধানসভায় বলার সাহস নেই কারও। শুভেন্দুর কথায়, “বাইরে বলবে তৃণমূল। ভিতরে বলবে বিজেপি। আমাদের তো সংখ্যা কমেনি। আমরা তো ৭০-ই আছি। যদি বুকের পাটা থাকে, বিধানসভার ভিতরে দাঁড়িয়ে বলুন, আমি তৃণমূল।”
স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দেন শুভেন্দু। তেলঙ্গানায় ভারত রাষ্ট্র সমিতির (বিআরএস) ১০ বিধায়ক কংগ্রেসে যোগ দিয়েছেন। তাঁদের বিধায়ক পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টে গিয়েছে বিআরএস। বিআরএসের অভিযোগ, দলত্যাগী বিধায়কদের বিধায়ক পদ খারিজ নিয়ে টালবাহানা করছেন স্পিকার। সেই প্রসঙ্গ তুলে এদিন শুভেন্দু বলেন, “তেলঙ্গানায় দলত্যাগ বিরোধী আইন নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। সুপ্রিম কোর্টে ওই মামলার শুনানি হবে আগামী ২৫ মার্চ। ২৫ মার্চের পর বিমান বন্দ্যোপাধ্যায়কেও সুপ্রিম কোর্টে নিয়ে যাবে বিজেপি। আমরা শুধু তেলঙ্গানার অর্ডারের জন্য অপেক্ষা করছি।”
বিমান বন্দ্যোপাধ্যায়কে বিরলের মধ্যে বিরলতম স্পিকার বলে আক্রমণ করে শুভেন্দু বলেন, “এই স্পিকার বেপরোয়া, ঔদ্ধত্য।” আগামী ১৯ তারিখ বিমান বন্দ্যোপাধ্য়ায়ের বিধানসভা কেন্দ্র বারুইপুরে বিজেপি বিধায়করা কালো ব্যাজ করে প্রতিবাদ জানাবেন। সে কথা জানিয়ে শুভেন্দু বলেন, “ছাব্বিশের নির্বাচনে ভবানীপুরে মমতাকে হারাব। বারুইপুরে বিমান বন্দ্যোপাধ্যায়কে হারাব।”