Mamata Banerjee: কেন্দ্রীয় করে রাজ্যের ভাগ বাড়ানোর দাবি মুখ্যমন্ত্রীর, বঞ্চনার অভিযোগেও হলেন সরব

Deeksha Bhuiyan | Edited By: সঞ্জয় পাইকার

Dec 03, 2024 | 9:45 PM

Mamata Banerjee: জানা গিয়েছে, বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ঝাড়খণ্ডে বৃষ্টি হলেই বন্যা দেখা দেয় এই রাজ‍্যে। প্রতি ক্ষেত্রে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় বাংলায়। কিন্তু কেন্দ্র কোনও টাকা দেয় না। সাহায্যের হাত বাড়ায় না। রাজ্য বঞ্চনার শিকার হয় জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, অর্থ কমিশনের এই বিষয়টি দেখা উচিত।

Mamata Banerjee: কেন্দ্রীয় করে রাজ্যের ভাগ বাড়ানোর দাবি মুখ্যমন্ত্রীর, বঞ্চনার অভিযোগেও হলেন সরব
মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ফোটো)

Follow Us

কলকাতা: কেন্দ্রীয় করে রাজ্যের ভাগ বাড়ানোর দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে ষোড়শ অর্থ কমিশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়। সেই বৈঠকে মমতা বলেন, কেন্দ্রীয় করে রাজ্যের ভাগ ৪১ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা দরকার। এদিন ওই বৈঠকে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলেও সরব হন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় অর্থ কমিশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। বৈঠকে যোগ দিতে নবান্নে গিয়েছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। ছিলেন কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার, বিজেপির শঙ্কর ঘোষ।

কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে একাধিকবার সরব হয়েছে রাজ্যের শাসকদল। কেন্দ্রকে আক্রমণ করেছেন মমতা। বিভিন্ন প্রকল্পে রাজ্যের টাকা কেন্দ্র আটকে রেখেছে বলে অভিযোগ শাসকদলের। প্রাকৃতিক বিপর্যয়েও কেন্দ্রের কাছ থেকে রাজ্য আর্থিক সাহায্য পায় না বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও চিঠি লিখেছেন তিনি।

এদিন কেন্দ্রীয় অর্থ কমিশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে সরব হন মমতা। জানা গিয়েছে, বৈঠকে তিনি বলেন, বাংলা সবচেয়ে বেশি প্রাকৃতিক দুর্যোগপ্রবণ রাজ‍্য। গত কয়েক বছরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হয়েছে রাজ্যে। আমফান, ইয়াশের মতো ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্য। পাশাপাশি ঝাড়খণ্ডে বৃষ্টি হলেই বন্যা দেখা দেয় এই রাজ‍্যে। প্রতি ক্ষেত্রে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় বাংলায়। কিন্তু কেন্দ্র কোনও টাকা দেয় না। সাহায্যের হাত বাড়ায় না। রাজ্য বঞ্চনার শিকার হয় জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, অর্থ কমিশনের এই বিষয়টি দেখা উচিত। বিভিন্ন প্রকল্পে রাজ্যের মোট ১ লক্ষ ৭১ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এই খবরটিও পড়ুন

পঞ্চদশ কমিশনের সুপারিশ অনুযায়ী বর্তমানে কেন্দ্রীয় করের ৪১ শতাংশ পায় রাজ্যগুলি। বৈঠক শেষে ষোড়শ অর্থ কমিশনের তরফে সাংবাদিক বৈঠকে বলা হয়, শুধু বাংলা নয়, দেশের বেশিরভাগ রাজ্য কেন্দ্রীয় করে রাজ্যের ভাগ বাড়িয়ে ৫০ শতাংশ করার দাবি জানিয়েছে। দু’একটি রাজ্য হয়তো তা বাড়িয়ে ৪৫ শতাংশ করার দাবি জানিয়েছে।

 

Next Article