West Bengal Assembly: কেন খবর পাচ্ছেন না বিধায়করা? বিধানসভায় তলব রাজ্য পুলিশকে

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 02, 2021 | 9:36 PM

West Bengal Assembly: পদ্ধতি অনুযায়ী, বিধানসভা কর্তৃপক্ষ ভবানীভবনে থাকা রাজ্য পুলিশ ডাইরেক্টরেটের কাছে বিধায়কদের বৈঠকের খবর পাঠায়। সেই মেসেজের পোশাকি নাম 'রেডিগ্রাম মেসেজ'।

West Bengal Assembly: কেন খবর পাচ্ছেন না বিধায়করা? বিধানসভায় তলব রাজ্য পুলিশকে
পুলিশকে তলব বিধানসভায়

Follow Us

কলকাতা: বিধানসভার বৈঠকের খবর ঠিক মতো পাচ্ছেন না বিধায়করা। তাই এবার রাজ্য পুলিশকে তলব করল বিধানসভা কর্তৃপক্ষ। বিধানসভায় যে সব কমিটি রয়েছে, সেইসব কমিটির বৈঠক সংক্রান্ত খবর স্থানীয় থানা মারফত বিধায়কদের কাছে পৌঁছয়। বরাবর তাই হয়ে এসেছে। সেই খবর কেন পৌঁছচ্ছে না, তা নিয়েই প্রশ্ন উঠেছে।

প্রচলিত পদ্ধতি অনুযায়ী, বিধানসভা কর্তৃপক্ষ ভবানীভবনে থাকা রাজ্য পুলিশ ডাইরেক্টরেটের কাছে বিধায়কদের বৈঠকের খবর পাঠায়। সেই মেসেজের পোশাকি নাম ‘রেডিগ্রাম মেসেজ’। সেই ডাইরেক্টরেটের মারফত তা বিভিন্ন জেলার পুলিশ লাইনে পৌঁছয়। তারপরে তা স্থানীয় থানা মারফত বিধায়কদের কাছে যায়।

সপ্তদশ বিধানসভা শুরু হওয়ার পরে থেকেই কমিটি বৈঠকের খবর তাঁদের কাছে পুলিশের মারফত যাচ্ছে না, অধ্যক্ষের কাছে তেমনই নালিশ করেছেন অনেক বিধায়ক।

সেই নালিশের সত্যতা যাচাই করার জন্য তৎপর হল বিধানসভা কর্তৃপক্ষ। কেন এমন ঘটনা ঘটছে তা খতিয়ে দেখা হবে। এমনটা যাতে আর না হয়, সে কারণেই রাজ্য পুলিশের ডাইরেক্টরেটের রেজিস্টারকে ডেকে পাঠিয়েছে বিধানসভা কর্তৃপক্ষ। আগামী শুক্রবার বিকেলে ৪ টের সময়ে আসতে বলা হয়েছে রেজিস্টারকে।

আরও পড়ুন: Derek on Parliament: ‘সংসদ নয়, যেন সিক্রেট চেম্বার’, বক্তব্য সেন্সরশিপ নিয়ে সরব ডেরেক

বিধানসভায় বর্তমানে মোট কমিটির সংখ্যা ৪১টি। তার মধ্যে স্ট্যান্ডিং কমিটি ২৬টি, আর হাউস কমিটি (বিধানসভা কমিটিও অনেকে বলেন) ১৫টি।

আরও পড়ুন: Gautam Adani meets Mamata: রাজ্যে নয়া বিনিয়োগ! নবান্নে এসে মমতার সঙ্গে দেড় ঘণ্টা বৈঠক করলেন আদানি

Next Article