Suvendu Adhikari on Rajiv Kumar: ‘রাজীব কুমার তো তৃণমূলের প্রেসিডেন্ট’, ডিজিপি-কে নিয়ে বিস্ফোরক দাবি শুভেন্দুর

Pradipto Kanti Ghosh | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 24, 2024 | 4:46 PM

Suvendu Adhikari on Rajiv Kumar: শুভেন্দুর কথায়, সন্দেশখালিতে গিয়ে রাজীব কুমার বলে এসেছেন যে শেখ শাহজাহান সংক্রান্ত মামলা রয়েছে সিবিআই-ইডির হাতে, পুলিশের হাতে নয়।এই প্রসঙ্গে কটাক্ষ করে শুভেন্দু বলেন, উনি ড্যামেজ কন্ট্রোল করতে গিয়েছেন।

Suvendu Adhikari on Rajiv Kumar: রাজীব কুমার তো তৃণমূলের প্রেসিডেন্ট, ডিজিপি-কে নিয়ে বিস্ফোরক দাবি শুভেন্দুর
সন্দেশখালিতে রাজীব কুমার
Image Credit source: TV9 Bangla

Follow Us

সন্দেশখালি: অশান্ত সন্দেশখালিতে গত কয়েকদিন ধরে টহল দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। যারা অন্যায় করেছে, তাদের সবাইকে শাস্তি দেওয়া হবে বলে আশ্বাস দিয়ে এসেছেন গ্রামবাসীদের। তবে কি এবার জালে পড়বেন শেখ শাহজাহান? এমন জল্পনাও তৈরি হয়েছিল। তিনি সন্দেশখালি ঘুরে ফিরে গিয়েছেন কলকাতায়। ধরা পড়েনি কেউ। এলাকা আবারও অশান্ত হতে শুরু করেছে শুক্রবার থেকে। এই পরিস্থিতিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করলেন, আসলে কাউকে ধরার জন্য সন্দেশখালি যাননি রাজীব কুমার।

শনিবার সকালে দিল্লির উদ্দেশে রওনা হয়েছেন শুভেন্দু অধিকারী। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘রাজীব কুমার ধরার জন্য যাননি। ড্যামেজ কন্ট্রোল করতে গিয়েছেন।’ তাঁর দাবি, গ্রামের লোককে জমি ফেরানোর জন্য ডিজি-র যাওয়ার কোনও প্রয়োজন ছিল না। যাঁদের জমি, তাঁরা বৈধ নথি দেখিয়েই জমি ফেরত পেতে পারেন। তার জন্য পুলিশের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন তিনি।

শুভেন্দুর কথায়, সন্দেশখালিতে গিয়ে রাজীব কুমার বলে এসেছেন যে শেখ শাহজাহান সংক্রান্ত মামলা রয়েছে সিবিআই-ইডির হাতে, পুলিশের হাতে নয়।এই প্রসঙ্গে কটাক্ষ করে শুভেন্দু বলেন, “উনি ড্যামেজ কন্ট্রোল করতে গিয়েছেন, কারণ উনি তো এখন পার্টির প্রেসিডেন্ট। সুব্রত বক্সীকে এখন কোথাও দেখা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় ওঁকে এই দায়িত্বটা দিয়েছেন।” পুলিশের বিরুদ্ধে আগেও শাসক দলের তাঁবেদারি করার অভিযোগ তুলেছেন বিরোধীরা। সম্প্রতি সন্দেশখালিতে প্রবেশ করতে গিয়ে পুলিশের সঙ্গে তাঁর বচসার ছবিও প্রকাশ্যে এসেছে।

সুব্রত বক্সীকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনও উত্তর দিতে চাননি। শুভেন্দুর মন্তব্য শুনে তিনি বলেন, ‘ও যা বলে বলুক। আমি এ নিয়ে কিছু বলব না।’