Suvendu Adhikari: ‘বিপদে পড়লেই বাচ্চাদের এগিয়ে দেয়’, সৃজন-মীনাক্ষী-সায়নদের কথা শুভেন্দুর গলায়
Suvendu slams CPIM: 'বিপদের' সময় সায়ন, সৃজন, মীনাক্ষীদের লড়াইয়ের জন্য এগিয়ে দেওয়া প্রসঙ্গে বিরোধী দলনেতা প্রবীণ বাম নেতাদের কটাক্ষ করে বলেন, 'ওঁরা সব বসে আছেন আলিমুদ্দিনের এসি রুমে। ওঁরা লড়বে না। এখন কোনও ভোটে আপনারা বয়স্ক সিনিয়র নেতাদের দেখবেন না। কারণ ওঁরা জানেন, ওঁরা লড়ছেন ভোট কেটে তৃণমূলকে জেতানোর জন্য।'
কলকাতা: যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে নির্বাচনী সভা থেকে সিপিএমকে তুলোধনা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বিপদে পড়লেই সিপিএম তরুণদের এগিয়ে দেয়, কটাক্ষ শুভেন্দুর। বললেন, ‘সিপিএমকে একটিও ভোট নয়। যখন বিপদে পড়ে, বাচ্চাগুলোকে এগিয়ে দেয়।’ উদাহরণ তুলে তুলে সায়ন, সৃজন, সব্যসাচী, মীনাক্ষীদের মতো বামেদের তরুণ প্রজন্মের কথাও বলেন তিনি। প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ নন্দীগ্রামে শুভেন্দু বনাম মমতার ভোটযুদ্ধে মীনাক্ষীকেই প্রার্থী করেছিল সিপিএম। ‘বিপদের’ সময় সায়ন, সৃজন, মীনাক্ষীদের লড়াইয়ের জন্য এগিয়ে দেওয়া প্রসঙ্গে বিরোধী দলনেতা প্রবীণ বাম নেতাদের কটাক্ষ করে বলেন, ‘ওঁরা সব বসে আছেন আলিমুদ্দিনের এসি রুমে। ওঁরা লড়বে না। এখন কোনও ভোটে আপনারা বয়স্ক সিনিয়র নেতাদের দেখবেন না। কারণ ওঁরা জানেন, ওঁরা লড়ছেন ভোট কেটে তৃণমূলকে জেতানোর জন্য।’
উল্লেখ্য, এবারের লোকসভা নির্বাচনে একাধিক তরুণ মুখকে ভোটের প্রার্থী করেছে বামেরা। তমলুকে প্রার্থী হয়েছেন সায়ন বন্দ্যোপাধ্যায়, যাদবপুরে প্রার্থী হয়েছেন সৃজন ভট্টাচার্য, শ্রীরামপুরে প্রার্থী করা হয়েছে দীপ্সিতা ধরকে। বৃহস্পতিবার বামেদের নিশানা করে শুভেন্দু বলেন, ‘এখানে সায়ন, সৃজন, মীনাক্ষীরা গলা ফাটায়। আর সীতারাম ইয়েচুরি পটনা, মুম্বই, বেঙ্গালুরু, দিল্লিতে বসে ডিনার করেন, কফি খান, বিরিয়ানি খান, আর বলেন ইন্ডি জোট, ইন্ডি জোট।’
যাদবপুরের সভা থেকে এদিন বাম-তৃণমূলকে একযোগে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। এবারের লোকসভা ভোটে বামেদের যাতে একটিও ভোট না দেওয়া হয়, সেই দাবিও জানালেন তিনি। তৃণমূল ও সিপিএমকে এক পংক্তিতে ফেলে বামেদের তৃণমূলের বি টিম বলেও কটাক্ষ করলেন।