Abhijit Ganguly: ‘আমার মানহানি হয়েছে’, কমিশনের মন্তব্যের বিরুদ্ধে হাইকোর্টের দুয়ারে অভিজিৎ

Shrabanti Saha | Edited By: Soumya Saha

May 22, 2024 | 6:09 PM

Calcutta High Court: কমিশনের নির্দেশের সঙ্গে কিছু মন্তব্য নিয়ে বেশ আপত্তি জানিয়েছিলেন তমলুকের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বলেছিলেন, এতে তাঁর মানহানি হয়েছে। এবার সেই নিয়ে হাইকোর্টের দ্বারস্থ তমলুকের বিজেপি প্রার্থী।

Abhijit Ganguly: আমার মানহানি হয়েছে, কমিশনের মন্তব্যের বিরুদ্ধে হাইকোর্টের দুয়ারে অভিজিৎ
অভিজিৎ গঙ্গোপাধ্যায়
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: ‘বিতর্কিত’ মন্তব্যের অভিযোগে নির্বাচন কমিশন পদক্ষেপ করেছে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে। মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে বুধবার বিকেল পাঁচটা পর্যন্ত অভিজিৎবাবুর প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। কমিশনের নির্দেশের সঙ্গে কিছু মন্তব্য নিয়ে বেশ আপত্তি জানিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বলেছিলেন, এতে তাঁর মানহানি হয়েছে। এবার সেই নিয়ে হাইকোর্টের দ্বারস্থ তমলুকের বিজেপি প্রার্থী।

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অভিযোগ, কমিশন নির্দেশের সঙ্গে যে মন্তব্যগুলি করেছে, তাতে তাঁর সম্মানহানি হয়েছে। এদিন প্রাক্তন বিচারপতি বলেন, ‘নির্বাচন কমিশন একটি নির্দেশ দিয়েছে। সেখানে যে মন্তব্যগুলি করা হয়েছে, তাতে আমার ভাবমূর্তিকে কলঙ্কিত করা হয়েছে ও মানহানিও করা হয়েছে। এর বিরুদ্ধে আমি আলাদা পদক্ষেপ করব। তাছাড়া অর্ডারটিকে চ্যালেঞ্জ করেছি। অর্ডারে যে অংশে এই ধরনের ভাবমূর্তি কলঙ্কিত করার মতো মন্তব্যগুলি রয়েছে, সেটাকে আমি চ্যালেঞ্জ করেছি।’

উল্লেখ্য, নির্বাচনী প্রচার পর্বে এক জনসভা থেকে তৃণমূল সুপ্রিমোকে নিশানা করে একটি মন্তব্য করেছিলেন তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছিল তৃণমূল। সেই অভিযোগের প্রেক্ষিতে বিজেপি প্রার্থীকে শোকজ় করেছিল কমিশন। তারপর গতকালই কড়া সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয় কমিশনের তরফে। বলে দেওয়া হয়, মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে বুধবার বিকেল পাঁচটা পর্যন্ত কোনও প্রচার করতে পারবেন না তিনি।

Next Article