Behala Chowrasta: বেহালা চৌরাস্তার ফুটপাত থেকে সরিয়ে দেওয়া হল দোকান

মেট্রো স্টেশনের এলাকায় যে সব দোকান বসেছিল সেই দোকানদারদের রবিবার বিকেল ৪টের মধ্যে সরে যেতে বলা হয়েছিল। না হলে প্রশাসনের তরফ থেকে দোকান সরিয়ে দেওয়ারও হুঁশিয়ারি ছিল।

Behala Chowrasta: বেহালা চৌরাস্তার ফুটপাত থেকে সরিয়ে দেওয়া হল দোকান
সরিয়ে ফেলা হল গুমটি
Follow Us:
| Edited By: | Updated on: Aug 07, 2023 | 7:42 AM

কলকাতা: বেহালা চৌরাস্তায় লরির ধাক্কায় স্কুলপড়ুয়া সৌরনীলের মৃত্যুর থেকেই নড়ে চড়ে বসেছে পুলিশ ও স্থানীয় প্রশাসন। বেহালা দুর্ঘটনার পর পুরসভা, পুলিশ ও মেট্রো রেল কর্তৃপক্ষের যৌথ সিদ্ধান্ত হয়েছে ফুটপাথ খালি করার। সেই মতো মেট্রো স্টেশনের এলাকায় যে সব দোকান বসেছিল সেই দোকানদারদের রবিবার বিকেল ৪টের মধ্যে সরে যেতে বলা হয়েছিল। না হলে প্রশাসনের তরফ থেকে দোকান সরিয়ে দেওয়ারও হুঁশিয়ারি ছিল। কিন্তু বিকেলের পরও দোকান না সরানোয় পুলিশ এসে কয়েকটি দোকান সরিয়ে দেয়। তার পর বাকি দোকানদাররা বাধ্য হয়ে দোকান সরিয়ে নেন। মালিকানা না থাকা ঘুমটিগুলিকে তুলে নেওয়া হয়েছে বুলডোজার দিয়ে। এবং যে গুমটিগুলির মালিক রয়েছে সেই গুমটি গুলিকে রাস্তা থেকে অনেকটাই সরিয়ে দেওয়া হয়েছে।

এ নিয়ে ফুটপাতের দোকানের এক মালিক বলেছেন, “আমরা দোকান পিছিয়ে দিয়েছি। এতে আমাদের অসুবিধা হবে। আগের মতো বেচাকেনা হবে নাকি তা নিয়ে চিন্তা হচ্ছে। আমাদের পেটে পা পড়ে গিয়েছে।” অপর এক ব্যবসায়ী বলেছেন, “আমরা পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে, মানুষ যাতে যেতে পারেন সেই ব্যবস্থা রেখে ব্যবসা করতাম। কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে।” দোকান থাকলেও ফুটপাতক দখল ছিল না বলেই দাবি করেছেন বেহালা চৌরাস্তা সংলগ্ন দোকানিরা।

শুক্রবার সকালে লরির ধাক্কায় মৃত্যু হয় স্কুলপড়ুয়া সৌরনীলের। তাঁর বাবা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনা ঘটতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। ভাঙচুর করা হয় পুলিশের গাড়িতেও। দুর্ঘটনা ঘিরে ট্রাফিক নিরাপত্তা সহ একাধিক বিষয়ে প্রশ্ন ওঠে। ফুটপাত দখল করে দোকানের বিষয়টিও উঠে আসে মেয়র ফিরহাদ হাকিমের কথায়। এর পরই রবিবার ওই এলাকায় চলল উচ্ছেদ অভিযান।