Bye-Poll: চারে চার জিতে কটা রেকর্ড গড়ল তৃণমূল, জানেন?
Bye-Election: রানাঘাট দক্ষিণ বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুকুটমণি অধিকারী ৩৯ হাজার ৪৮ ভোটে জয়লাভ করেছেন। রায়গঞ্জে ৫০ হাজার ৯৩ ভোটে জয়ী হয়েছেন তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। ৬২৩১২ ভোটে মানিকতলায় জিতেছেন সুপ্তি পাণ্ডে। ঠাকুরনগরের ঠাকুরবাড়ির কনিষ্ঠ সদস্য মধুপর্ণা ঠাকুর জিতেছেন বাগদায়, ৩৩ হাজার ৪৬৮ ভোটে জিতেছেন তিনি। আর এই ফলেই একের পর এক তৃণমূলের নজির উপনির্বাচনে।
কলকাতা: লোকসভা ভোটে এ রাজ্যে ক্যারিশ্মা দেখিয়েছে তৃণমূল। এক ধাক্কায় বিজেপিকে ১৮ থেকে ১২-তে নামিয়ে এনেছে। এবার উপনির্বাচনে বিজেপিতে জোর ধাক্কা দিল শাসকশিবির। ৪-০তে জয়ী তৃণমূল। অথচ এই চার কেন্দ্রের মধ্যে ২০২১ সালে তিনটিতেই বিজেপির প্রার্থী জিতেছিলেন। উপভোটের ফলাফলেও নজির, আবার গড়েছে রেকর্ডও। শনিবার মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ ও রায়গঞ্জে উপনির্বাচনের ফল প্রকাশ হয়েছে। চারটিতেই ঘাসফুলের রমরমা।
রানাঘাট দক্ষিণ বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুকুটমণি অধিকারী ৩৯ হাজার ৪৮ ভোটে জয়লাভ করেছেন। রায়গঞ্জে ৫০ হাজার ৯৩ ভোটে জয়ী হয়েছেন তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। ৬২৩১২ ভোটে মানিকতলায় জিতেছেন সুপ্তি পাণ্ডে। ঠাকুরনগরের ঠাকুরবাড়ির কনিষ্ঠ সদস্য মধুপর্ণা ঠাকুর জিতেছেন বাগদায়, ৩৩ হাজার ৪৬৮ ভোটে জিতেছেন তিনি। আর এই ফলেই একের পর এক তৃণমূলের নজির উপনির্বাচনে।
নজির ১
রায়গঞ্জে প্রথমবার ঘাসফুল ফুটল। সে ফুল ফোটালেন কৃষ্ণ কল্যাণী। এতগুলো বছরে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে কখনও সিপিএম, কখনও কংগ্রেস, এমনকী বিজেপিও জিতেছে। কিন্তু তৃণমূল এই প্রথমবার জিতল। গত লোকসভা ভোটেও রায়গঞ্জে হারে তৃণমূল। ২০২১ সালে বিধানসভা ভোটে ২০ হাজারের বেশি ব্যবধানে বিজেপি জিতেছিল। ২০২৪ সালেও ৪৬ হাজারের বেশি ভোটে জেতে বিজেপি। এবার মার্জিন বাড়িয়ে ৫০ হাজারের বেশি ভোটে ঘাসফুল ফুটল রায়গঞ্জে।
নজির ২
বহু বছর পর ঘাসফুল ফুটল তৃণমূলে। আর তারই সঙ্গে রাজ্য বিধানসভায় তৈরি হল রেকর্ড। রাজনীতিতে পা রেখেই ছক্কা হাঁকালেন তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। ২৫ বছর বয়সে বিধায়ক হলেন তিনি। বঙ্গ বিধানসভার ইতিহাসে রেকর্ড মধুপর্ণার। তিনিই কনিষ্ঠতম বিধায়ক। এর আগে ২৬ বছর বয়সে বিধায়ক হন সুব্রত মুখোপাধ্যায়। একইসঙ্গে মধুপর্ণার হাত ধরে মতুয়া ভোট ফেরাল শাসকদল।
নজির ৩
১৩ বছর পর রানাঘাট দক্ষিণে জিতল তৃণমূল। ২০১১ সালে আবীর বিশ্বাস জিতেছিলেন। এরপর ২০১৬ সালে সিপিএমের রমা বিশ্বাস জেতেন। ২০২১ সালে জেতেন মুকুটমণি অধিকারী। তবে সেবার বিজেপির টিকিটে জয়ী হন তিনি। লোকসভা ভোটের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন মুকুট। রানাঘাট দক্ষিণের জয়ের মুকুট আবারও সেই মুকুটমণির মাথাতেই।
নজির ৪
মানিকতলাতেও রেকর্ড এবার। বিপুল ভোটের ব্যবধানে এবার মানিকতলায় জিতলেন সুপ্তি পাণ্ডে। প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের স্ত্রী তিনি। ২০২১ সালে সাধন পাণ্ডে জিতেছিলেন ২০ হাজার ২৩৮ ভোটে। সুপ্তি পাণ্ডে ৬২ হাজার ৩১২ ভোটে জয়ী হয়েছেন এবার।