AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC in Delhi: ১০ হাজার লোক নিয়ে দিল্লি যাচ্ছে তৃণমূল, সঙ্গে একগুচ্ছ চিঠি

TMC in Delhi: যাঁরা দিল্লি যাবেন তাঁদের নেতাজি ইন্ডোরে রাখার ব্যবস্থা করা হচ্ছে। পায়ের চোট থাকার কারণে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেই অভিযানে যোগ দিতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

TMC in Delhi: ১০ হাজার লোক নিয়ে দিল্লি যাচ্ছে তৃণমূল, সঙ্গে একগুচ্ছ চিঠি
অভিষেক বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)Image Credit: Facebook
| Edited By: | Updated on: Sep 28, 2023 | 1:41 PM
Share

কলকাতা: ‘১০ লক্ষ লোক নিয়ে দিল্লি যাব…’ মাস তিনেক আগে এমনটাই শোনা গিয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। পরে ২১ জুলাই-এর মঞ্চ থেকেই সেই ঝাঁঝ শোনা গিয়েছিল। কিন্তু দিল্লি-যাত্রার সময় এগিয়ে আসতেই কমল সংখ্যা। ১০ লক্ষ তো দূরের কথা, ৮ থেকে ১০ হাজার লোক নিয়ে তৃণমূল দিল্লি যাচ্ছে বলে সূত্রের খবর। ১০০ দিনের কাজ ছাড়াও কাজের প্রাপ্য সহ প্রায় ১৫ কোটি টাকা কেন্দ্র আটকে রেখেছে বলে অভিযোগ তুলে রাজধানী অভিযান করছে ঘাসফুল শিবির। আগামী ২ অক্টোবর দিল্লিতে রয়েছে সেই অবস্থান কর্মসূচি।

ঘাসফুল শিবিরের অন্দরের খবর, রাজ্যের মন্ত্রী, বিধায়ক ও সাংসদদের ওই অভিযানে সামিল হওয়ার নির্দেশ দিয়েছে দল। যাঁরা দিল্লি যাবেন তাঁদের নেতাজি ইন্ডোরে রাখার ব্যবস্থা করা হচ্ছে। পায়ের চোট থাকার কারণে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেই অভিযানে যোগ দিতে পারবেন কি না, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যতটা ঝাঁঝ নিয়ে দিল্লি যাওয়ার কথা বলেছিল তৃণমূল, সংখ্যার নিরিখে অন্তত ততটা ঝাঁঝ থাকছে না। তবে তৃণমূলের দাবি, রামলীলা ময়দানে অনুমতি না মেলায় কোথায় নেতা-কর্মীদের থাকার ব্যবস্থা হবে, সে কথা ভেবেই সংখ্যা কমিয়ে দিয়েছে তৃণমূল।

তবে লোকসংখ্যা কমলেও চিঠিকে হাতিয়ার করতে চলেছে তৃণমূল। ‘বঞ্চনা’র কথা জানিয়ে ১০০ দিনের কাজের সঙ্গে যুক্ত কর্মীরা প্রধানমন্ত্রীকে চিঠি লিখছেন বলে দাবি তৃণমূলের। ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে জড় করা হয়েছে সে সব চিঠি। বিভিন্ন জেলা থেকে আসা সেই সব চিঠি নিয়ে আগামী ১ অক্টোবরই রাজধানীতে পৌঁছে যাবেন তৃণমূলের বিধায়ক ও সাংসদরা। ৩০ সেপ্টেম্বর ট্রেনে চেপে দিল্লির উদ্দেশে রওনা হবেন তাঁরা।

পঞ্চায়েত ভোটের আগে নবজোয়ার যাত্রা চলাকালীন আসানসোলের বারাবনিতে গিয়ে অভিষেক বলেছিলেন, ‘অনেক সৌজন্য দেখানো হয়েছে। এবার ১০ লক্ষ লোক নিয়ে দিল্লি যাব। ১০০ দিনের কাজের টাকা ছিনিয়ে আনব।’ দিল্লি পুলিশ তৃণমূলকে রামলীলা ময়দানে অবস্থানের অনুমতি দেয়নি। জানা গিয়েছে ২ অক্টোবর রাজঘাটে গিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করে কর্মসূচি পালন করবে তৃণমূল।