AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arabul Islam: ভোটপর্ব কেটেছে জেলেই, পাঁচ মাস পর হাইকোর্টে জামিন পেলেন আরাবুল ইসলাম

Arabul Islam: লোকসভা নির্বাচনের কিছুদিন আগেই একটি খুনের মামলায় গ্রেফতার করা হয়েছিল আরাবুল ইসলামকে। ভাঙড়ে একসময় তাঁর দাপট ছিল সর্বজনবিদিত। এবার তি?নি ভাঙড়ে ফিরলে কি সমীকরণ বদলাবে? প্রশ্ন উঠছে।

Arabul Islam: ভোটপর্ব কেটেছে জেলেই, পাঁচ মাস পর হাইকোর্টে জামিন পেলেন আরাবুল ইসলাম
আরাবুল ইসলাম (ফাইল ছবি)Image Credit: Facebook
| Edited By: | Updated on: Jul 02, 2024 | 2:14 PM
Share

কলকাতা: হাইকোর্টে জামিন পেলেন তৃণমূলের দাপুটে নেতা আরাবুল ইসলাম। প্রাক্তন বিধায়ক আরাবুলকে লোকসভা নির্বাচনের কিছুদিন আগেই গ্রেফতার করা হয়েছিল। ভাঙড়ের একটি খুনের মামলায় গ্রেফতার করা হয়েছিল তাঁকে। ভোটের সময় জেলেই ছিলেন তিনি। আজ, মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে জামিন পেয়েছেন আরাবুল।

এর আগে অন্য একাধিক মামলায় জামিন পেয়েছেন আরাবুল ইসলাম। বারুইপুরের বিজয়গঞ্জে এক আইএসএফ কর্মীকে খুনের ঘটনাতেও মামলা হয়েছিল আরাবুলের বিরুদ্ধে। সেই মামলাতেই এদিন জামিন দেওয়া হয়েছে আরাবুলকে। খুনের অভিযোগের পাশাপাশি সরকারি সম্পত্তি ভাঙচুর, আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার মতো অভিযোগও ছিল আরাবুলের বিরুদ্ধে। গত ৮ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয়েছিল তাঁকে।

ভাঙড়ে আরাবুলের দাপটের কথা সবারই জানা। তাঁর অনুগামীর সংখ্যাও নেহাত কম নয়। তিনি গ্রেফতার হওয়ার পর অনেকেই বিক্ষোভ দেখিয়েছিলেন। তবে সম্প্রতি তৃণমূলের আর এক দাপুটে নেতা তথা ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা যেভাবে আরাবুলের বিরুদ্ধে মুখ খোলেন, তাতেই প্রশ্ন ওঠে, আরাবুলের পাশে কি আর নেই দল?

শওকত মোল্লা অভিযোগ তুলেছিলেন, টিকিট দেওয়ার নামে নাকি লক্ষ লক্ষ টাকা নিতেন আরাবুল। আরাবুলের নাম করে তিনি বলেছিলেন, “পঞ্চায়েতে টিকিট দেওয়ার নাম করে ৬ লক্ষ টাকা ১৫ লক্ষ টাকা নেওয়া হয়েছে। প্রধান করার জন্য কারোর কারোর কাছ থেকে ২৫ লক্ষ থেকে ৩০ লক্ষ টাকা নেওয়া হয়েছে।” শওকতের সেই মন্তব্যের এক সপ্তাহের মধ্যেই জামিন পেলেন আরাবুল।