TMC: সপ্তমীতে সাধনের বিরুদ্ধে সুর সপ্তমে পরেশের, ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

Paresh Paul attacks Sadhan Pande: ফের প্রকাশ্যে পরেশ পাল ও সাধন পাণ্ডের অনুগামীদের দ্বৈরথ। এদিকে পুরো বিষয়টিকে 'নোংরা রাজনীতি' বলে প্রতিক্রিয়া দিয়েছেন অসুস্থ সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া। 

TMC: সপ্তমীতে সাধনের বিরুদ্ধে সুর সপ্তমে পরেশের, ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব
আবারও সাধন পাণ্ডেকে আক্রমণ পরেশ পালের। ফাইল চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 12, 2021 | 9:46 PM

কলকাতা: শারদ উৎসব (Durga Puja)- এর মধ্যে ফের প্রকাশ্যে তৃণমূলের (TMC) গোষ্ঠী-কোন্দল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee), তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek) এবং বিধায়ক পরেশ পালের ছবি দেওয়া পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল দলেরই আরেক পক্ষের বিরুদ্ধে। ফের প্রকাশ্যে পরেশ পাল ও সাধন পাণ্ডের অনুগামীদের দ্বৈরথ। এদিকে পুরো বিষয়টিকে ‘নোংরা রাজনীতি’ বলে প্রতিক্রিয়া দিয়েছেন অসুস্থ সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া।

কিন্তু কী নিয়ে এই বিরোধ?

সাধন পাণ্ডে ও পরেশ পাল, উত্তর কলকাতার তৃণমূলের দুই বিধায়কের (TMC MLA) বিরোধ সর্বজনবিদিত। সুযোগ পেলেই একে অন্যকে বিঁধতে ছাড়েন না তৃণমূলের দুই হেভিওয়েট নেতা। এবার সপ্তমীতে বিরোধিতার সুর সপ্তমে তুললেন পরেশ পাল। মঙ্গলবার ভোরে কাঁকুড়গাছি এলাকার মূলত ৩১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় পরেশ পালের ছবি সংবলিত পোস্টার ছেঁড়া নিয়ে ঝামেলার সূত্রপাত। জানা গিয়েছে, নাগরিকদের শারদীয়ার শুভেচ্ছা জানাতে মমতা ও অভিষেকের ছবির সঙ্গে নিজের ছবি দিয়ে পোস্টার তৈরি করেন বিধায়ক পরেশ পালের অনুগামীরা। অভিযোগ, সপ্তমীর সকালে সেসব ছিঁড়ে ফেলেছেন কয়েকজন যুবক।

আর এ নিয়ে পরেশ পালের সরাসরি আঙুল সাধন পাণ্ডের অনুগামীদের দিকে। তিনি জানিয়েছেন, এ নিয়ে ফুলবাগান থানায় অভিযোগ-ও জানানো হয়েছে। তাঁর দাবি, কারা এই পোস্টার ছিঁড়েছে তার খোঁজ নিতে গিয়ে সিসিটিভি-তে বেশ কয়েকজন যুবককে চিহ্নিত করা গিয়েছে। এদের মধ্যে ২ জন প্রাক্তন ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী সাধন পাণ্ডের অনুগামী বলে দাবি করেন তৃণমূল বিধায়ক পরেশ পাল। তিনি দাবি করেছেন, যে দু’জন যুবককে চিহ্নিত করা গিয়েছে, এরা সাধন পাণ্ডের অনুগামী।

বেলাঘাটার বিধায়ক পরেশ পাল আরও দাবি করেন, একটি ক্লাবের সিসিটিভি ফুটেজ দেখে তিনি নিশ্চিত যে এ কাজ সাধন-অনুগামীদের। তাই এই সমস্ত প্রমাণ নিয়ে তিনি ফুলবাগান থানায় অভিযোগ করেছেন বলে দাবি করেন তৃণমূল বিধায়ক। পুলিশ সূত্রেও খবর, তারা অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে। কে বা কারা কী উদ্দেশে করেছে তা দেখা হচ্ছে বলে জানান এক পুলিশ আধিকারিক।

এদিকে অসুস্থ প্রাক্তন মন্ত্রীর কন্যা অভিনেত্রী শ্রেয়া পাণ্ডে এর প্রতিক্রিয়ায় জানান, একজন অসুস্থ মানুষের সুস্থতা কামনা না করে দলের একজন নোংরা রাজনীতি করছেন। তাঁরা এ নিয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন শ্রেয়া।

উত্তর কলকাতার রাজনীতিতে রাজ্যের প্রাক্তন ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী সাধন পাণ্ডের সঙ্গে বেলেঘাটার বিধায়ক পরেশ পালের লড়াই নতুন কিছু নয়। দলীয় নেতৃত্বে তাঁদের এই সংঘাতকে আদৌ ভালো চোখে দেখেন না। কিন্তু, তা সত্ত্বেও শাসক দলের বর্ষীয়ান এই দুই নেতা দলের অনুশাসনের তোয়াক্কা না করে সুযোগ পেলেই এক-অপরের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ শানান। বছর দুয়েক আগে বিজয়া সম্মিলনীর এক অনুষ্ঠানকে কেন্দ্র করে সাধনের বিরুদ্ধে পরেশ পালের আক্রমণের সূত্র ধরেই আইনি নোটিস পাঠিয়েছিলেন শ্রেয়া পাণ্ডে। বছরের পর বছর গিয়েছে, দুই নেতার সম্পর্কের কোনও উন্নতি যে হয়নি তা ফের বোঝা গেল সপ্তমীর ভোরে।

আরও পড়ুন: Durga Puja 2021: পাইলটদের চোখ ধাঁধাচ্ছে বুর্জ খালিফার আলোর ঝলকানি, অভিযোগ দায়ের পুলিশে