TMC, Aparupa Poddar: দলের ভিতরের ‘শত্রুরাই’ অভিষেককে চাপে ফেলতে চাইছে? টুইটারে বিস্ফোরক অপরূপা
Aparupa Poddar: টুইটারে অপরূপা দাবি করেছেন, দলের মধ্যেই অনেক শত্রু আছে যারা বিজেপির সঙ্গে হাত মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চাপে ফেলার চেষ্টা করছে। এর মধ্যে পুলিশও যুক্ত রয়েছে বলে দাবি তাঁর। এই বিস্ফোরক দাবি করে টুইটের শেষের দিকে অপরূপা আরও লিখেছেন, দু'বার সাংসদ করায় 'দিদি'র কাছে তিনি কৃতজ্ঞ।
কলকাতা: শালবনিতে তৃণমূলে নবজোয়ারের সভা থেকে গতকালই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘তৃণমূল ঝগড়া না করলে, তৃণমূলকে হটানোর ক্ষমতা কারও নেই।’ আর সেই বার্তা থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে, শাসক দলের অন্দরে কোন্দলের যেসব অভিযোগ উঠে আসছে, তা ভাবাচ্ছে দলনেত্রীকে। আর এরই মধ্যে তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের (Aparupa Poddar) বিস্ফোরক অভিযোগ। টুইটারে অপরূপা দাবি করেছেন, দলের মধ্যেই অনেক শত্রু আছে যারা বিজেপির সঙ্গে হাত মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চাপে ফেলার চেষ্টা করছে। এর মধ্যে পুলিশও যুক্ত রয়েছে বলে দাবি তাঁর। এই বিস্ফোরক দাবি করে টুইটের শেষের দিকে অপরূপা আরও লিখেছেন, দু’বার সাংসদ করায় ‘দিদি’র কাছে তিনি কৃতজ্ঞ। আগামী দিনে টিকিট না পেলেও দলের সঙ্গে কোনও ‘গদ্দারি’ করবেন না বলে জানিয়েছেন তিনি। লিখেছেন, ‘আমি চাকরি করব দিদির কালীঘাটে।’
তৃণমূলের দুই বারের সাংসদ সরাসরি টুইটার হ্যান্ডেল এমন বিস্ফোরক অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। কারণ, তাঁর অভিযোগ দলের মধ্যেই কেউ বা কেউ চাপে ফেলার চেষ্টা করছেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডকে। বিষয়টি নিয়ে বিস্তারিত জানার জন্য অপরূপাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি পরশু ওই টুইটটি করেছিলাম। যা বলার আমি তা টুইটারেই বলে দিয়েছি। বাকিটা দলের অভ্যন্তরীণ ব্যাপার। দলের কোর কমিটির বৈঠকে দল যখন জিজ্ঞেস করবে, তখন আমি দলকে সব জানাব। আপাতত যা জানানোর, তা আমি টুইটারেই জানিয়ে দিয়েছি।’
অপরূপা পোদ্দারের এই টুইটের প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকেও। তবে তিনি এই বিষয়ে বিশেষ কিছু মন্তব্য করতে চাননি। তাঁর বক্তব্য, ‘আমি দেখেছি, শুনেছি… কিন্তু এ বিষয়ে আমি বিন্দু বিসর্গও জানি না। আমি শুনেছি একটি টুইট হয়েছে। তারপর সেটি দেখেছি। কিন্তু যেটা জানি না, সেটি জানি না।’