Kalyan Banerjee: কল্যাণকে ‘এরা’ নাকি ক্রমাগত মেসেজ করছেন, সাংবাদিকদের বলেই দিলেন সবটা

Ranjit Dhar | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 16, 2024 | 6:37 PM

Kalyan Banerjee: এ দিন কল্যাণ বলেন, "বিজেপির যারা নেতা রয়েছেন বিরোধী দলনেতা কিংবা সুকান্ত মজুমদার তাঁরা সবাই ইডি এবং সিবিআইয়ের ভয় দেখিয়েছে। আর আমরা মানুষের কাছে সেইটা তুলে ধরেছিলাম। এটা কোনও দিন হয়না মানুষ গ্রহণ করে না।"

Kalyan Banerjee: কল্যাণকে এরা নাকি ক্রমাগত মেসেজ করছেন, সাংবাদিকদের বলেই দিলেন সবটা
কল্যাণ বন্দ্যোপাধ্যায়
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: হুগলিতে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছিলেন, ইডি-সিবিআই বা কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটে জেতা যাবে না। সুকান্তর সেই বক্তব্যই নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। লিখলেন, ‘অন্তত সুকান্ত মজুমদার বুঝতে পেরেছেন আসল সত্যি।’

এ দিন কল্যাণ বলেন, “বিজেপির যারা নেতা রয়েছেন বিরোধী দলনেতা কিংবা সুকান্ত মজুমদার তাঁরা সবাই ইডি এবং সিবিআইয়ের ভয় দেখিয়েছে। আর আমরা মানুষের কাছে সেইটা তুলে ধরেছিলাম। এটা কোনও দিন হয়না মানুষ গ্রহণ করে না।” এরপর বকেয়া একশো দিনের টাকার প্রসঙ্গে সাংসদ বলেন,”বিজেপির নেতা সাংসদরা বারংবার দিল্লি গিয়েছেন ১০০ দিনের কাজের টাকা বন্ধ করার জন্য। মানুষ তার উত্তর দিয়েছে। যাই হোক দেরিতে বোধোদয় হয়েছে।” কল্যাণের দাবি, ইতিমধ্যেই তৃণমূলে যোগ দিতে চেয়ে একাধিক বিজেপি নেতা তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ বলেন, “বিজেপির বিভিন্ন জেলার সাংগঠনিক নেতারা আমাকে মোবাইলে টেক্সট করেছে তৃণমূলে আসার জন্য। সংগঠন ওদের ভেঙেই যাবে। সারা ভারতে আগামী দেড় থেকে দু বছরের মধ্যে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতাচ্যুত হবে।”

এ প্রসঙ্গে উত্তর দিতে গিয়ে পাল্টা আবার সুকান্ত বলেছেন, “এটা আমি নতুন বলছি না। ভোটের আগেও বলেছি ইডি-সিবিআই তারা তাদের কাজ করবে। এই নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আনন্দিত হওয়ার কিছু নেই। আমরা রাজনীতি করতে এসছি। সংগঠনকে শক্তিশালী করতে হবে।”

 

Next Article