Sunil Mondal: ফের ধাক্কা পদ্মে! ‘আমি তো তৃণমূলেই আছি’, একগাল হাসি নিয়ে ঘরে ফিরলেন সুনীল
Sunil Mondal: বাবুলের পর সুনীলের রূপে আনুষ্ঠানিকভাবে যে বিজেপি ফের ধাক্কা খেল, সেটা বলার অপেক্ষা রাখে না
কলকাতা: তখন ছিল দলবদলের মরসুম। শুভেন্দু অধিকারীর সঙ্গেই মেদিনীপুরের কলেজ মাঠে পদ্ম পতাকা হাতে তুলে নিয়েছিলেন পূর্ব বর্ধমানের সাংসদ সুনীল মণ্ডল (Sunil Mondal)। এখন রাজ্য রাজনীতিতে উল্টো স্রোত বইছে। আর সেই স্রোতে গা ভাসিয়ে দলে ফিরে এসেছেন সুনীল মণ্ডলও। তিনি অবশ্য দলে ফেরাকে ঘর ওয়াপসি বলতে নারাজ। তাঁর দাবি, তিনি সবসময় তৃণমূলেই (TMC) ছিলেন। তাই নতুন করে ঘাসফুলে ফেরার কিছু নেই। সুনীলবাবু যাই বলুন না কেন। শনিবার বাবুলের পর সুনীলের রূপে আনুষ্ঠানিকভাবে যে বিজেপি ফের ধাক্কা খেল, সেটা বলার অপেক্ষা রাখে না।
দৃশ্যটা রবিবারের বিকেলের। শহরের একটি অভিজাত হোটেলে তৃণমূল নেতা বাবুল সুপ্রিয় সাংবাদিক বৈঠক করতে আসবেন, সেই নিয়েই প্রস্তুতি চলছিল সাংবাদিকদের। কিন্তু হঠাৎই চমক। হোটেলের লবিতে আচমকা দেখা মেলে পূর্ব বর্ধমানের সাংসদ সুনীল মণ্ডলের। সেই সুনীল মণ্ডল, যিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। কিন্তু বিধানসভা ভোটের পর বেগতিক দেখেই সুর পাল্টে ফেলেন।
অবশ্য এ কথা সত্যি যে সুনীলবাবু বিজেপিতে যোগ দিলেও পদ্মশিবিরের হয়ে কখনই তিনি সক্রিয় ভূমিকা নেননি। বিজেপির কোনও সভা, মঞ্চ বা অনুষ্ঠানেও তাঁকে দেখা যায়নি। কিন্তু মেদিনীপুরের কলেজ মাঠে শুভেন্দু ছাড়া সেদিন আর যারা যারা বিজেপিতে যোগ দেন, সেই তালিকায় সুনীল মণ্ডলের নামও ছিল। তাঁকে আজকের তৃণমূলের কর্মসূচিতে দেখতে পাওয়ার পরই স্বাভাবিকভাবে প্রশ্ন ছোড়া হয়, তিনি কি ঘরে ফিরছেন? তখন সহাস্যে আমতা আমতা করে সুনীল জবাব দেন, “আমি তো তৃণমূলেই আছি। যোগদান করার কোনও প্রশ্ন নেই।”
অথচ কয়েক মাস পিছিয়ে গেলেই মনে পড়বে, বিধানসভা ভোটের পর এই সুনীল মণ্ডল-সহ শিশির অধিকারীর সাংসদ পদ বাতিল করতে চেয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছিলেন লোকসভার তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাঁদের দু’জনের বিরুদ্ধেই দলত্যাগ বিরোধী আইন প্রণনয় করার আবেদন জানানো হয় তৃণমূলের পক্ষ থেকে। তারপরই অবশ্য সুর নরম হয়ে যায় সুনীল মণ্ডলের। তিনি বলতে শুরু করেন, তিনি নাকি তৃণমূলেই রয়েছেন। কখনই বিজেপিতে যাননি।
আরও পড়ুন: Babul Supriyo: ‘তৃণমূল যেন বিড়ম্বনায় না ফেলে,’ ভবানীপুরে মমতার প্রচারে যেতে চান না বাবুল
তৃণমূল যদিও তাঁর সেই ব্যাখ্যাকে খুব একটা গুরুত্ব দেয়নি। বিজেপিতেও তাঁর হালে পানি জোটেনি। ফলে সুনীলবাবু আদতে কোন দলে রয়েছেন, বিভ্রান্তি ছড়িয়েছিল সেটা নিয়েই। এমনকি, খোদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও একবার বলতে শোনা যায়, সুনীল যেন তাঁর রাজনৈতিক অবস্থান পরিষ্কার করেন। তারপর থেকে কোনও দলের জার্সিতেই কোনও রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায়নি সুনীল। অবশ্য এ দিন দীর্ঘদিন আড়ালে থাকার পর তৃণমূলের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সুনীল। যদিও দল তাঁকে নিয়ে ঠিক কী অবস্থান নিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন: Babul Supriyo: ‘প্রথম একাদশে থাকতে চাই, রিজার্ভ বেঞ্চে নয়’, কোনদিকে নজর বাবুলের?