Bangladesh: খুব সাবধান, এই চার জেলার বর্ডার নিয়ে উদ্বিগ্ন বিএসএফ, কী এমন ঘটছে!

Bangladesh Border: রাতের সীমান্ত পাহারায় শক্তিশালী ক্যামেরা বসানো হয়েছে বলে জানান বিএসএফ কর্তা। এ ব্যাপারে বাড়তি দায়িত্ব রয়েছে জওয়ানদেরও। দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে স্থল সীমান্তের পরিমাণ ৯১৩.৩২৪ কিলোমিটার

Bangladesh: খুব সাবধান, এই চার জেলার বর্ডার নিয়ে উদ্বিগ্ন বিএসএফ, কী এমন ঘটছে!
বাংলাদেশ সীমান্তImage Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Dec 19, 2024 | 12:04 AM

কলকাতা: নজরদারির জন্য অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করা হচ্ছে। বাড়তি জওয়ানও মোতায়েন করা হয়েছে। বাংলাদেশের সীমান্তে যে যুদ্ধের আবহ। চরম তৎপরতা। তবে উদ্বেগ থেকেই যাচ্ছে। বিশেষ করে যে সব অংশে কাঁটাতার নেই, সেখানে বিপদের সম্ভাবনা প্রবল। কোথায়, কতটা উদ্বেগ, তা বিস্তারিত জানালেন বিএসএফ (BSF) দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি মনীন্দর সিং পাওয়ার।

রাতের সীমান্ত পাহারায় শক্তিশালী ক্যামেরা বসানো হয়েছে বলে জানান বিএসএফ কর্তা। এ ব্যাপারে বাড়তি দায়িত্ব রয়েছে জওয়ানদেরও। দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে স্থল সীমান্তের পরিমাণ ৯১৩.৩২৪ কিলোমিটার, জলসীমান্ত রয়েছে ৩৬৩.৯৩০ কিলোমিটার। এর মধ্যে প্রায় ৫৩৮ কিলোমিটার অংশে কাঁটাতার নেই। আর সেই অংশ নিয়ে উদ্বিগ্ন বিএসএফ।

বেশ কিছু অংশে ইতিমধ্যেই নতুন কাঁটাতার লাগানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এ ব্যাপারে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। তবে বিএসএফ কর্তা বলেন, “যে সব অংশ এখনও অরক্ষিত, সেখানে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে।”

অনুপ্রবেশ বন্ধ রাখতে সবরকমের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএসএফ কর্তা। তবে রাজ্যের মোট চারটি জেলা নিয়েই উদ্বিগ্ন তারা। উত্তর ২৪ পরগনা, নদিয়া, মালদহ ও মুর্শিদাবাদ, দক্ষিণ বঙ্গ ফ্রন্টিয়ারের অন্তর্গত এই চারটি জেলায় সীমান্তের বেশ কিছু অংশ রয়েছে যা উদ্বেগের কারণ বলে মনে করছে বিএসএফ।