TMC youth leader arrested: অভিষেকের নাম করে তোলাবাজির অভিযোগ, গ্রেফতার যুব তৃণমূল নেতা

TMC youth leader arrested: অভিযোগকারী সচিন পালিত বলেন, "তরুণ তিওয়ারি আমাকে বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। অভিষেকের সঙ্গে তাঁর ছবিও আমাকে দেখান। আমাকে ৬ লক্ষ টাকা দিতে বলেন। গতকাল আমার মা তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেন।"

TMC youth leader arrested: অভিষেকের নাম করে তোলাবাজির অভিযোগ, গ্রেফতার যুব তৃণমূল নেতা
অভিযোগ উঠতেই তরুণ তিওয়ারির বিরুদ্ধে পদক্ষেপ করে যুব তৃণমূল কংগ্রেস
Follow Us:
| Edited By: | Updated on: Dec 20, 2024 | 6:20 PM

কলকাতা: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির অভিযোগ। সাসপেন্ডেড যুব তৃণমূল নেতাকে গ্রেফতার করল পোস্তা থানার পুলিশ। ধৃত ওই যুব তৃণমূল নেতার নাম তরুণ তিওয়ারি। যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক ছিলেন তিনি। এদিনই তাঁকে পদ থেকে সাসপেন্ড করা হয়। তরুণ তিওয়ারির সঙ্গে আরও ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

হাওড়ার লিলুয়ার এক ব্যবসায়ীর কাছ থেকে তোলাবাজির অভিযোগ উঠেছে তরুণ তিওয়ারির বিরুদ্ধে। লিলুয়ার বাসিন্দা সচিন পালিত নামে ওই ব্যবসায়ীর মনোহরপুকুর রোডে একটি অফিস রয়েছে। বড়বাজার থানায় চার বছর ধরে ব্যবসা সংক্রান্ত একটি মামলা চলছে তাঁর। ব্যবসায় আইনত সমস্যা মিটিয়ে দেওয়ার আশ্বাস পেয়ে পোস্তার যুব তৃণমূল নেতা তরুণ তিওয়ারির সঙ্গে যোগাযোগ করেন সচিন পালিত। অভিযোগ, সচিনের কাছে ৬ লক্ষ টাকা চান তরুণ তিওয়ারি।

অভিযোগকারী সচিন পালিত বলেন, “তরুণ তিওয়ারি আমাকে বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। অভিষেকের সঙ্গে তাঁর ছবিও আমাকে দেখান। আমাকে ৬ লক্ষ টাকা দিতে বলেন। গতকাল আমার মা তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেন। বলেন, টাকা দিলে মাকে ছাড়া হবে। রাতে টাকা নিয়ে যাই। তিন লক্ষ টাকা চেয়েছিলেন। আড়াই লক্ষ টাকা দিয়েছি।” এরপরই পোস্তা থানায় অভিযোগ দায়ের করেন সচিন পালিত।

এই খবরটিও পড়ুন

এদিন এই নিয়ে হইচই শুরু হতেই তরুণ তিওয়ারির বিরুদ্ধে ব্যবস্থা নেয় যুব তৃণমূল কংগ্রেস। দলবিরোধী কাজের জন্য তাঁকে যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদকের পদ থেকে সরানোর কথা ঘোষণা করেন যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ। তিনি জানান, তৃণমূলের কোনও সংগঠনের বৈঠকে থাকতে পারবেন না তরুণ তিওয়ারি। যুব তৃণমূল তাঁকে সাসপেন্ড করার পরই পোস্তা থানার পুলিশ তরুণ তিওয়ারিকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১২৭(৭), ৩০৮(৫), ৩৫১ (৩), ৭৯ এবং ৩(৫) ধারায় অভিযোগ দায়ের হয়েছে। গ্রেফতার করা হয় রাহুল পুরোহিত এবং রাহুল সিং নামে আরও ২ জনকে।

যুব তৃণমূল নেতার গ্রেফতারি নিয়ে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, “কিছু অভিযোগ সামনে এসেছে। এত বড় দল। কিন্তু, তৃণমূল ব্যবস্থা নিয়ে প্রমাণ করেছে, এত বড় সংগঠন সত্ত্বেও কেউ কোথাও কিছু করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়। এটা তো ভাল কথা।”