Bike Accident: বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনা, মৃত্যু ‘অন ডিউটি’ ট্রাফিক সার্জেন্টের

Road Accident in Kolkata: হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, ওই সার্জেন্টের শরীরের বাইরে কোথাও কোনও চোটের চিহ্ন নেই। 'ইন্টারনাল ইনজুরি' ছিল মৃত ট্রাফিক সার্জেন্টের। এর ফলে ট্রাফিক সার্জেন্টের মৃত্যুর কারণ ঘিরে বেশ ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

Bike Accident: বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনা, মৃত্যু 'অন ডিউটি' ট্রাফিক সার্জেন্টের
পথ দুর্ঘটনায় মৃত্যু ট্রাফিক গার্ডের সার্জেন্টের
Follow Us:
| Edited By: | Updated on: Feb 07, 2022 | 6:59 PM

কলকাতা : বাসন্তী হাইওয়েতে মোটরবাইক দুর্ঘটনায় (Bike Accident in Kolkata) মৃত্যু তিলজলা ট্রাফিক গার্ডের এক সার্জেন্টের (Traffic Sergeant Death)। ট্র্যাফিক গার্ডে বাইক নিয়ে ফেরার সময় চাকা গর্তে পড়ে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। সোমবার দুপুর ৩টে ৪৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। ওই সার্জেন্ট তিলজলা ট্রাফিক গার্ডে কর্তব্যরত ছিলেন এবং দুর্ঘটনার সময় তিনি অন ডিউটি ছিলেন বলে জানা গিয়েছে। বানতলার কাছে বাসন্তী হাইওয়ের উপরে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। মৃত ট্রাফিক সার্জেন্টের নাম শশীভূষণ মিঞ্জ। দুর্ঘটনার পর তাঁকে নিকটবর্তী এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালে ইতিমধ্যেই এসে পৌঁছেছেন ট্রাফিক গার্ডের একাধিক অফিসার। দুর্ঘটনাটি কীভাবে ঘটল, তা নিয়ে এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই পুলিশ সার্জেন্ট যখন বাসন্তী হাইওয়ে দিয়ে ফিরছিলেন, সেই সময় রাস্তার মধ্যে একটি গর্তে তাঁর বাইক গিয়ে পড়ে এবং নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান তিনি। এ ক্ষেত্রে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, ওই সার্জেন্টের শরীরের বাইরে কোথাও কোনও চোটের চিহ্ন নেই। ‘ইন্টারনাল ইনজুরি’ ছিল মৃত ট্রাফিক সার্জেন্টের। এর ফলে ট্রাফিক সার্জেন্টের মৃত্যুর কারণ ঘিরে বেশ ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

কেন তাঁর বাইক গর্তে পড়ল, অসাবধানতা বশত চাকা পিছলে গিয়েছে নাকি অন্য কোনও কারণ… সেই সব দিকগুলি নিয়েই প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হতে পারে বলেও সূত্র মারফত জানা গিয়েছে।এদিকে দুর্ঘটনায় মৃত ওই ট্রাফিক সার্জেন্টের স্ত্রী ইতিমধ্যেই হাসপাতালে এসে পৌঁছেছেন। তিনি পেশায় ব্যাঙ্ককর্মী। মৃত ট্রাফিক সার্জেন্টের এক শিশুকন্যাও রয়েছে। তাঁদের বাড়ি উত্তর বঙ্গের হাসিমারায়। কলকাতা পার্ক স্ট্রিটে থাকতেন।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা