SSC Group D: এসএসসির গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় সময় চাইল অনুসন্ধান কমিটি
SSC: সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে গিয়েছিল কমিশন।
কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের (SSC) গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতির অনুসন্ধানে আরও সময় চাইল আদালত নিযুক্ত কমিটি। অনুসন্ধান শেষ করতে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) কাছে সময় চাইল অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগের বিচারবিভাগীয় অনুসন্ধান কমিটি। সোমবার তারা আদালতে জানায়, অনুসন্ধানের জন্য অনেককে সশরীরে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। এরপরই রিপোর্ট দাখিল করা সম্ভব হবে। প্রসঙ্গত, এসএসসি গ্রুপ ডি (Group D) নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ ঘিরে মামলা দায়ের হয়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে মামলা যায় বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে। এই ডিভিশন বেঞ্চ গত বছর ৭ ডিসেম্বর নির্দেশ দেয় দুর্নীতির অনুসন্ধানে কমিটি তৈরি করে তদন্ত এগোবে। সেইমতোই অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বে অনুসন্ধান কমিটি তৈরি হয়। ৭ ফেব্রুয়ারি বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চেই শুনানি ছিল। সেখানে জানানো হয়, বিচারবিভাগীয় অনুসন্ধান কমিটির আরও কিছুটা সময় লাগবে।
ঘটনার সূত্রপাত কোথায়
২০১৬ সালে রাজ্যে গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়। সেই মতো ১৩ হাজার নিয়োগ হয়। ২০১৯ সালের মে মাসে সেই গ্রুপ ডি প্যানেলের মেয়াদ শেষ হয়। এরপরও একাধিক নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ ওঠে এবং সেই নিয়োগ বাতিল প্যানেল থেকে হয়েছে বলেও অভিযোগ ওঠে। এরমধ্যে ২৫ জনের নিয়োগের সুপারিশের কথা শোনা যায়। সেই তথ্য হাইকোর্টের হাতে আসে। কীভাবে মেয়াদ উত্তীর্ণ তালিকা থেকে নিয়োগ করা হল তার কৈফিয়ত চায় হাইকোর্ট। কার সুপারিশে এই নিয়োগ হল তা জানতে চায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। ‘দুর্নীতি’র তল পেতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে অনুসন্ধান করানোর কথা বলে আদালত।
ডিভিশন বেঞ্চে যায় কমিশন
সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে যায় কমিশন। তাদের বক্তব্য ছিল, কেন্দ্রীয় কোনও সংস্থা কেন, প্রয়োজনে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে এই তদন্ত এগোক। এরপরই ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, অবসরপ্রাপ্ত বিচারপতিকে সামনে রেখে বিশেষ তদন্তকারী দল তৈরি হোক। ডিভিশন বেঞ্চ জানায়, এমন একজন বিচারপতিকে দিয়ে এই তদন্ত করানো হবে, যাঁকে ঘিরে কোনও প্রশ্ন ওঠার অবকাশই নেই।
এরপরই আদালত জানায়, বিচারপতি রঞ্জিতকুমার বাগ এই অনুসন্ধানকারী কমিটির মাথায় থাকবেন। তাঁকে সাহায্য করার জন্য থাকবেন এসএসসির প্রতিনিধি হিসাবে আশুতোষ ঘোষ, মধ্যশিক্ষা পর্ষদের সহ-সচিব পারমিতা রায়, হাইকোর্টের আইনজীবী অরুণাভ বন্দ্যোপাধ্যায়। আগামী দু’মাসের মধ্যেই এই বিশেষ তদন্তকারী দল হাইকোর্টকে রিপোর্ট দেবে। সোমবার তারই শুনানি ছিল।
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা