Weather Update: রাজ্যে ফের বৃষ্টির ভ্রুকুটি! এই দিনগুলি রাস্তায় বেরোলে ছাতা নিতে ভুলবেন না…
Westerly Winds in West Bengal: কেন এই 'অকাল' বর্ষণ? রাজ্যে আগামিকাল একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে। আর তার জেরেই এই বৃষ্টি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।
কলকাতা : রাজ্যে ফের বৃষ্টির ভ্রুকুটি (Rain in West Bengal)। বৃহস্পতিবার থেকেই আবারও বৃষ্টিতে ভিজবে বাংলা। সেই সঙ্গে বাড়বে রাতের তাপমাত্রাও। তবে, বুধবার পর্যন্ত অর্থাৎ আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া (Weather in Kolkata) মোটের উপর শুষ্কই থাকবে। তবে এখনই রেহাই নেই। বৃহস্পতিবার অর্থাৎ, ১০ ফেব্রুয়ারি থেকে ফের ভিজতে পারে দক্ষিণের জেলাগুলি। আলিপুর আবহাওয়া দফতর থেকে এমনটাই জানানো হয়েছে। ১০ ফেব্রুয়ারি হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে রাজ্যে আগামী কয়েকদিনে, শীতের প্রভাব আরও কমবে। রাতের তাপমাত্রা আগামী তিন দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে। একইসঙ্গে বৃষ্টির দাপট দেখা যাবে উত্তরের জেলাগুলিতেও। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙের মতো পাহাড়ি জেলাগুলিতে আগামী তিন থেকে চার দিন হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
এর পাশাপাশি, বাকি জেলাগুলিতে অর্থাৎ, উত্তরের উপরের দিকের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে। তবে মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের মতো নীচের দিকে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।এদিকে বিগত কয়েকদিন ধরেই দফায় দফায় বৃষ্টি হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিতে চাষীদের মধ্যেও অনেক ক্ষেত্রে সমস্যা দেখা গিয়েছে। কিন্তু কেন এই ‘অকাল’ বর্ষণ? রাজ্যে আগামিকাল একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে। আর তার জেরেই এই বৃষ্টি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।
তবে উত্তরবঙ্গের ক্ষেত্রেও রাতের তাপমাত্রা আগামী তিন দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। সেই সঙ্গে উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় ঘন কুয়াশা থাকবে। বিশেষ করে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে কুয়াশার প্রভাব সবথেকে বেশি থাকবে। সেক্ষেত্রে আগামিকাল সকালের দিকে এই তিন জেলায় কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে, ফলে ট্রেন চলাচলের ক্ষেত্রে কিছুটা বিলম্ব হতে পারে।
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা