Weather Update: ফের পারদ পতন, তবে বৃহস্পতিবার থেকেই আবহাওয়ায় বড় পরিবর্তন, পূর্বাভাস আবহাওয়াবিদদের?
Weather Update: আবহবিদেরা জানিয়েছেন, আচমকা ঋতু পরিবর্তন হয় না। তাই প্রথমে রাতের দিকে শীত-শীত ভাব থাকবে। ধীরে ধীরে দিনের এবং রাতের পারদ চড়তে থাকবে।
কলকাতা: চলে যাবার আগে ঝোড়ো ব্যাটিং- শীতের। বৃষ্টির জেরে কমেছিল তাপমাত্রা। শনিবারের চেয়ে তাপমাত্রা প্রায় তিন ডিগ্রি কমেছে। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। আজ সারাদিন কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। তবে কখনও কখনও হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আবহবিদেরা জানিয়েছেন, আচমকা ঋতু পরিবর্তন হয় না। তাই প্রথমে রাতের দিকে শীত-শীত ভাব থাকবে। ধীরে ধীরে দিনের এবং রাতের পারদ চড়তে থাকবে।
রবিবার থেকেই আবহাওয়ার উন্নতি হবে উত্তরবঙ্গে। সরস্বতী পুজোর হাত ধরে বঙ্গে মৃদু শীতের প্রত্যাবর্তন। ২-৩ ডিগ্রি পর্যন্ত নামল তাপমাত্রা। সোমবার কলকাতার তাপমাত্রা থাকতে পারে ১৪ ডিগ্রির আশেপাশে। জেলা তাপমাত্রা নেমেছে প্রায় ১২ ডিগ্রিতে। তবে আবহাওয়াবিদরা বলছেন, রাজ্যে মৃদু শীতের আয়ু সাময়িক।
৮ ও ১০ তারিখ উত্তর পশ্চিম ভারতে ফের ঝঞ্ঝা। বৃহস্পতি ও শুক্রবার ফের বঙ্গে মেঘ ঢুকবে। ফলে বৃষ্টিরও সম্ভাবনা থাকছে দুই বাংলায়। গত সপ্তাহেই ঝঞ্ঝার কুনজরে জলীয় বাষ্প ঢুকতে শুরু করে বাংলায়। দক্ষিণের একাধিক জেলায় শুক্রবার সকাল থেকে শুরু হয় বৃষ্টি। রাজ্যের ১৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়। দুর্ভোগ বাড়ে সরস্বতী পুজোর বাজার, পুজোর প্রস্তুতিতে। এদিকে বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে ফের চড়তে থাকে তাপমাত্রার পারদও।
গত শুক্রবারই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। শুক্রবার বিকালের সাংবাদিক বৈঠক করে আলিপুর আবহাওয়া দফতরের কর্তারা জানিয়ে দেন, শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া থাকবে। তবে দক্ষিণ বঙ্গের তিন জেলা বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদের কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেটাও বিক্ষিপ্ত ভাবে। তেমনটাই হয়েছে। সঙ্গে হয়েছে পারদ পতনও। ফিরছে হালকা শীতের প্রভাব।
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা