Trinamool Congress: সন্ধ্যায় ঘোষণা পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট, রাতেই রং-তুলি নিয়ে দেওয়াল লিখল শুরু ঘাসফুল শিবিরের
Trinamool Congress: একই ছবি দেখতে পাওয়া গেল পশ্চিম বর্ধমান জেলার পান্ডবেশ্বরে। বৃহস্পতিবার সন্ধ্যায় পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর-ফরিদপুর ব্লকের গোগলাতে দলের পক্ষে দেওয়াল লিখনের সূচনা করলে খোদ বিধায়ক।
দুর্গাপুর, জলপাইগুড়ি: পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) দিনক্ষণ ঘোষণা হতেই ময়দানে নেমে পড়ল তৃণমূল (Trinamool Congress)। দলীয় প্রতীক এঁকে, প্রার্থীর নাম ফাঁকা রেখে রাজ্যের নানা প্রান্তে শুরু দেওয়াল লিখন। বৃহস্পতিবার রাতে রাজগঞ্জ ব্লকের ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ি এলাকায় দল বেঁধে দেওয়াল লিখন শুরু করেন তৃণমূল কর্মীরা।
ফুলবাড়ি ২ এর তৃণমূল অঞ্চল সভাপতি রবিউল করিম বলেন, “নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পরই আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়াল লিখন শুরু করেছি। খুব শীঘ্রই দল থেকে প্রার্থীদের তালিকা ঘোষণা হবে৷ আজ থেকেই আমরা শপথ নিলাম আমাদের পঞ্চায়েতে ৩০ টি আসন আমরা জিতে দেখাব৷ আগামীকাল দলীয় বৈঠক রয়েছে। তারপর দল যেভাবে নির্দেশ দেবে সেভাবে কাজ হবে।”
একই ছবি দেখতে পাওয়া গেল পশ্চিম বর্ধমান জেলার পান্ডবেশ্বরে। বৃহস্পতিবার সন্ধ্যায় পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর-ফরিদপুর ব্লকের গোগলাতে দলের পক্ষে দেওয়াল লিখনের সূচনা করলেন পান্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। এলাকার মাধাইপুর কোলিয়ারিতে রং তুলি হাতে দলের সমর্থনে দেওয়াল দেওয়ালে লিখতে দেখা গেল নরেন্দ্রনাথ চক্রবর্তীকে। জেলা সভাপতির সঙ্গে উপস্থিত ছিলেন অন্যান্য নেতাকর্মীরাও। একই ছবি পাঁশকুড়াতেও। পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হতেই দেওয়াল লিখতে রাতেই মাঠে নেমে পড়লেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা। প্রসঙ্গত, আগামী ৮ জুন রাজ্যে হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন। ফল ঘোষণা ১১ তারিখ।