Trinamool Congress: ধর্মতলায় চড়ছে একুশের উত্তাপ! আগের থেকে আকারে অনেক বড় ৩ মঞ্চ, বসছে ১৫টি জায়েন্ট স্ক্রিন
Trinamool Congress: ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও খোলা মঞ্চেই হচ্ছে সমাবেশ। মঞ্চ ঘেরা হবে দলীয় পতাকা তেরঙ্গার রঙে। এসপ্ল্যানেড ও পার্ক স্ট্রিট চত্বরে থাকছে প্রায় ১৫টি জায়েন্ট স্ক্রিন। এছাড়া শহরের একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় থাকছে জায়েন্ট স্ক্রিনে দেখানোর সুবিধা।

কলকাতা: সামনেই বিধানসভা ভোট। তাই একুশে জুলাই থেকেই যে ভোটের উত্তাপ আরও কয়েক গুণ বাড়াতে চলেছে তৃণমূল কংগ্রেস তা বলার অপেক্ষা রাখে না। তৃণমূল সুপ্রিমো কী বার্তা দেন সেদিকে নজর সব মহলের। সোজা কথায় এক্কেবারে মেগা ইভেন্ট। তাই এবার ব্যবস্থাও নজরকাড়া। ধর্মতলায় শুরু হয়ে গিয়েছে মঞ্চ বাঁধার কাজ। এবার মূল সমাবেশ মঞ্চ হিসাবে তিনটি মঞ্চ তৈরি করা হয়েছে ভিক্টোরিয়া হাউসের সামনে।
গোটা ব্যবস্থাপনা দেখে যা বোঝা যাচ্ছে তাতে মূল সমাবেশের জন্য যে তিনটি মঞ্চ প্রস্তুত করা হয়েছে তা এবার আকারে অনেকটাই বড়। দলীয় সূত্রে খবর, তৃণমূল কংগ্রেস এখন বড় দল। তাই শীর্ষ নেতা, অভ্যাগত, আমন্ত্রিত, নেতাদের নিয়ে প্রায় ৬০০ জন বসতে পারেন, এমনভাবে তৈরি করা হয়েছে মঞ্চ। ত্রি-স্তরীয় মূল মঞ্চগুলি মাটি থেকে পর্যায়ক্রমে ১১, ১২, ১৩ ফুট উঁচু। দৈর্ঘ্য-প্রস্থ যথাক্রমে ৮০ ও ৪২ ফুট।
ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও খোলা মঞ্চেই হচ্ছে সমাবেশ। মঞ্চ ঘেরা হবে দলীয় পতাকা তেরঙ্গার রঙে। এসপ্ল্যানেড ও পার্ক স্ট্রিট চত্বরে থাকছে প্রায় ১৫টি জায়েন্ট স্ক্রিন। এছাড়া শহরের একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় থাকছে জায়েন্ট স্ক্রিনে দেখানোর সুবিধা। প্রায় ১০০০ স্বেচ্ছাসেবক থাকবেন। জানা যাচ্ছে তিনটি মঞ্চের একটিতে থাকবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা দলের প্রথমসারির শীর্ষ নেতৃত্বরা। দ্বিতীয় মঞ্চে থাকবেন শহিদ পরিবারের সদস্যরা। তৃতীয় মঞ্চে থাকবেন নির্বাচিত জনপ্রতিনিধিরা। সোশ্যাল মিডিয়া পেজে লাইভ থাকবে সমাবেশ।
