Body Recovered: একই ঘরে থাকতেন কাকা-ভাইপো, কেউ ভাবতেও পারেননি এমনটাও হতে পারে! কলকাতার বুকে আবারও চমকে ওঠার মতো ঘটনা
Body Recovered: প্রতিবেশীরা জানাচ্ছেন, ৪৫ নম্বর পটলডাঙা স্ট্রিটের বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়া থাকতেন পলাশ বসু আর তাঁর ভাইপো নীলাঞ্জন। শুক্রবার বিকেলে বেশ কয়েকজন এসে তাঁদের বাড়িতে ডাকাডাকি করতে থাকেন।

কলকাতা: পটলডাঙা স্ট্রিটে একটি বাড়ি থেকে উদ্ধার দু’জনের দেহ। জানা গিয়েছে, মৃতদের নাম পলাশ বসু (৭০) ও নীলাঞ্জন বসু (৫১)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্পর্কে তাঁরা কাকা ভাইপো।
প্রতিবেশীরা জানাচ্ছেন, ৪৫ নম্বর পটলডাঙা স্ট্রিটের বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়া থাকতেন পলাশ বসু আর তাঁর ভাইপো নীলাঞ্জন। শুক্রবার বিকেলে বেশ কয়েকজন এসে তাঁদের বাড়িতে ডাকাডাকি করতে থাকেন। দীর্ঘক্ষণও পরও কোনও সাড়া মেলে না। তাঁরাই গিয়ে প্রতিবেশীদের খবর দেন। ততক্ষণে চিৎকার চেঁচামেচিতে জড়ো হয়ে যান আরও বেশ কয়েকজন।
কথায় কথায় জানা যায়, নীলাঞ্জনদের বাজারে ধারবাকি ছিল, তাই পাওনাদাররা এসেছিলেন টাকা চাইতে। দীর্ঘক্ষণ ডাকের কোনও বাড়ির ভিতর থেকে কেউ সাড়া দিচ্ছিলেন না। এরপর খবর যায় থানায়। বাড়িওয়ালাও এসে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। পুলিশ এসে দরজা ভেঙে দেখে, দু’জনের নিথর দেহ পড়ে রয়েছে। পুলিশের প্রাথমিক ভাবে অনুমান আত্মহত্যা করেছেন দুজনেই।
স্থানীয় বাসিন্দারা বলছেন, এলাকায় সেভাবে কারোর সঙ্গে কোনওদিনই ঝামেলায় জড়াননি তাঁরা। তবে তাঁদের টাকাপয়সার অভাব ছিল। বাজারে ধারবাকি ছিল বলেও জানা যাচ্ছে। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, বিষ খেয়ে আত্মঘাতী হয়ে থাকতে পারেন দুজনে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে।

