‘অন্নপূর্ণা’র হাঁড়ি নিয়ে হাজির ‘ঘুগনি কাকু’

aryama das

| Edited By: অমর্ত্য মুখোপাধ্য়ায়

Updated on: Dec 18, 2020 | 7:15 PM

যতবার খুশি পেট ভরে খান ঘুগনি, মাত্র দশ টাকায়। ঠিকানা দিল TV9 Bangla

এসএসকেএম হাসপাতাল। দূরদূরান্ত থেকে যাঁরা রোগীর পরিবারের সঙ্গে হাসপাতালে আসেন, তাঁদের অধিকাংশই খোঁজেন সস্তা, পেট-ভরা, পুষ্টিকর খাবার। মহাদেব মণ্ডল তাঁদের কাছে যেন সাক্ষাৎ অন্নপূর্ণা। তাঁর ঘুগনির হাঁড়িতে লেখা ‘অন্নপূর্ণা’। এই ‘অন্নপূর্ণা’র হাঁড়ির বিশেষত্ব এই যে, মাত্র দশ টাকায় হাঁড়ির ঘুগনি খাওয়া যায় যত খুশি। সাদা কাগজে লাল দিয়ে লেখা ‘যত খুশি পেট ভরে খান, মাত্র দশ টাকা’।

ঘন্টা দুই সাইকেল চালিয়ে প্রকাণ্ড হাঁড়ি নিয়ে আসেন ‘ঘুগনি কাকু’।  এত কষ্ট করেন কেন? নিতান্ত সাধারণ মানুষ তৃপ্তি করে ‘যত খুশি’ খেলেই সন্তুষ্ট হন ‘ঘুগনি কাকু’ মহাদেব।

Published on: Dec 18, 2020 06:05 PM