কলকাতা: এবার রামনবমীর শোভাযাত্রা করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। বাঁকুড়ার শালতোড়ায় শোভাযাত্রা করতে চায় তারা। কিন্তু, পুলিশ অনুমতি দিচ্ছে না বলে অভিযোগ। তাই, শোভাযাত্রার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল বিশ্ব হিন্দু পরিষদ। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
আগামী ৬ এপ্রিল রামনবমী। ওইদিন রাজ্যজুড়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছে বিজেপি। এমনকি, অস্ত্র নিয়ে মিছিলের কথাও শোনা গিয়েছে একাধিক বিজেপি নেতার মুখে। ওইদিন আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না হয়, তার জন্য প্রস্তুত পুলিশ প্রশাসন। বুধবার থেকে আগামী ৯ এপ্রিল পর্যন্ত সমস্ত পুলিশকর্মীর ছুটি বাতিল করা হয়েছে। এই ৮ দিনে শুধুমাত্র জরুরি পরিস্থিতির ক্ষেত্রে ছুটি পাবেন পুলিশকর্মীরা। আবার কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন, অস্ত্র নিয়ে মিছিল হবে ব্যবস্থা নেবে পুলিশ।
৬ এপ্রিল রাজ্যের বিভিন্ন প্রান্তে রামনবমীর মিছিল হবে। বাঁকুড়ার শালতোড়ায় শোভাযাত্রা করতে চায় বিশ্ব হিন্দু পরিষদ। শোভাযাত্রার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছিল তারা। কিন্তু, ওইদিন শালতোড়ায় আরও মিছিল রয়েছে জানিয়ে বিশ্ব হিন্দু পরিষদকে শোভাযাত্রার অনুমতি দেয়নি পুলিশ। তাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ভিএইচপি। আগামিকাল মামলার শুনানির সম্ভাবনা।
এর আগে হাওড়াতে রামনবমীর দুটি মিছিলের অনুমতি পুলিশ দেয়নি। ওই দুটি মিছিলের অনুমতির জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন আয়োজকরা। বৃহস্পতিবার সেই মামলারও শুনানি রয়েছে।