CPIM on Lalbazar: তৈরি ৯ ফুট উঁচু লোহার ব্যারিকেড, প্রস্তুত জলকামান, বামেদের লালবাজার অভিযান ঘিরে তাতছে রাজপথ

সুমন মহাপাত্র | Edited By: জয়দীপ দাস

Sep 13, 2024 | 4:41 PM

CPIM on Lalbazar: এদিকে বিক্ষোভকারীদের ধাক্কা সামাল দিতে বিবি গাঙ্গুলী স্ট্রিটের ঠিক মাঝখানে দুই মানুষ লম্বা যে গার্ড রেল বসানো হয়েছে সেগুলিকে আবার লোহার চেন দিয়ে বেঁধে ফেলাও হয়েছে। মোতায়েন কয়েকশো পুলিশ।

CPIM on Lalbazar: তৈরি ৯ ফুট উঁচু লোহার ব্যারিকেড, প্রস্তুত জলকামান, বামেদের লালবাজার অভিযান ঘিরে তাতছে রাজপথ
লালবাজার অভিযানে বামেরা
Image Credit source: TV 9 Bangla

Follow Us

কলকাতা: কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে ইতিমধ্যেই লালবাজার অভিযান করেছে জুনিয়র ডাক্তারেরা। এবার পথে নামল বামেরা। দাবি একই। পদত্যাগ করতে হবে বিনীতকে। প্রস্তুত পুলিশও। তৈরি রণসাজ। ৯ ফুট উঁচু ব্যারিকেড বসিয়ে লালবাজারের মুখে চলছে প্রহরা। এসেছে জলকামানও। অভিযানে থাকছেন মহম্মদ সেলিম থেকে বিমান বসুর মতো বামেদের তাবড় তাবড় নেতাদের। বউ বাজারের ব্যাঙ্ক অব ইন্ডিয়ার মোড় থেকে মিছিল যাবে লাল বাজারের উদ্দেশ্যে। তবে ভারত সভা হলের কাছে ইতিমধ্যেই ব্যারিকেড বসিয়ে দিয়েছে পুলিশ। 

মিছিলে পা মেলাতে দেখা গেল বাম নেতা সুজন চক্রবর্তীকেও। রাস্তা থেকেই সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, “বিনীত গোয়েল তো পদত্যাগ করতে চেয়েছেন। মুখ্যমন্ত্রী বাধা দিয়েছেন। আটকে রেখেছেন। সন্দীপ ঘোষ পদত্যাগ করতে চেয়েছিলেন। মুখ্যমন্ত্রী নাকি আটকে রেখেছিলেন। এখন মুখ্যমন্ত্রী বলছেন তিনিও পদত্যাগ করতে চেয়েছেন। কিন্তু তাঁকে কে বাধা দিয়েছে জানি না। দল কী তাঁর কথা শুনছে না?” এখানেই না থেমে তিনি আরও বলেন, “আমাদের দাবি পুলিশ মন্ত্রীর পদত্যাগ, স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগ। পুলিশ কমিশনার মাস্ট গো। উনি যেভাবে কলকাতা চালিয়েছেন তাতে গোটা দেশের কাছে বাংলার মান, মর্যাদা ক্ষুন্ন হয়েছে।”

এদিকে বিক্ষোভকারীদের ধাক্কা সামাল দিতে বিবি গাঙ্গুলী স্ট্রিটের ঠিক মাঝখানে দুই মানুষ লম্বা যে গার্ড রেল বসানো হয়েছে সেগুলিকে আবার লোহার চেন দিয়ে বেঁধে ফেলাও হয়েছে। মোতায়েন কয়েকশো পুলিশ। পুলিশে পুলিশে ছয়লাপ লালবাজার মোড়ও।  

Next Article