WB Madhyamik 10th Result 2025: মাধ্যমিকের প্রথম দশে ৬৬ জন, প্রথম রায়গঞ্জের আদৃত, ফলাফল জানুন টিভি৯ বাংলায়
WBBSE Madhyamik Result 2025 Live Updates: এ বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত ১০ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয় গত ২২ ফেব্রুয়ারি। এবছর মাধ্যমিক পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছিল ৯ লক্ষ ৮৪ হাজার ৯৭৯ জন। এর মধ্যে পরীক্ষা দিয়েছে ৯ লক্ষ ৬৯ হাজার ৪২৫ জন।

কলকাতা: পরীক্ষার ৭০ দিনের মাথায় ফল প্রকাশ হল মাধ্যমিক পরীক্ষার। শুক্রবার সকাল ৯টায় সাংবাদিক বৈঠক শুরু করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা বিভিন্ন ওয়েবসাইট এবং এসএমএস-র মাধ্যমে তাদের ফল জানতে পারছে। টিভি৯ বাংলায় ফলাফল জেনে নিন। ফলাফল জানতে এই লিঙ্কে ক্লিক করুন।
LIVE NEWS & UPDATES
-
মাধ্যমিকে উত্তীর্ণ পরীক্ষার্থীদের অভিনন্দন শিক্ষামন্ত্রী ও বিরোধী দলনেতার
মাধ্যমিকে উত্তীর্ণ পরীক্ষার্থীদের অভিনন্দন জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডলে ব্রাত্য বসু লেখেন, “আজ মাধ্যমিক পরীক্ষা ২০২৫ এর ফল প্রকাশ হলো। পাশের হার ৮৬.৫৬%। সফল ছাত্র-ছাত্রীদের প্রতি রইলো আমার আন্তরিক অভিনন্দন। আশা করবো তোমরা জীবনের সব ক্ষেত্রে সফল হবে, বাংলার মুখ উজ্জ্বল করবে এবং ভবিষ্যতে কৃতিত্বের স্বাক্ষর রাখবে।” এক্স হ্যান্ডলে বিরোধী দলনেতা লেখেন, “মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তোমাদের সকলের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, জীবনের সব পরীক্ষায় তোমরা সফল ভাবে উত্তীর্ণ হও এই কামনা করি। আগামী দিনের জন্য আন্তরিক শুভ কামনা রইল।”
-
মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণদের অভিনন্দন মুখ্যমন্ত্রীর
মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “এবারের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন! আগামীদিনে তোমরা আরো সফল হবে – এই প্রত্যাশা আমি রাখি। তোমাদের জীবনের এই স্মরণীয় দিনে, আমি তোমাদের বাবা-মা, অভিভাবক-অভিভাবিকা এবং শিক্ষক-শিক্ষিকাদেরও আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। তাঁদের সমর্থন ও পথনির্দেশই তোমাদের এই সাফল্যকে সম্ভব করে তুলেছে। যারা আজ ভালো ফল করতে পারোনি তাদের বলব: হতাশ হয়ো না। চেষ্টা করো। আগামীদিনে সাফল্য আসবেই।”
-
-
ফলাফল জানুন টিভি৯ বাংলায়
মাধ্যমিক পরীক্ষার ফলাফল জানুন টিভি৯ বাংলায়। ফলাফল জানতে ক্লিক করুন এখানে
-
মেয়েদের মধ্যে প্রথম বাঁকুড়ার ঈশানী
এবছর মাধ্যমিক পরীক্ষায় মেয়েদের মধ্যে প্রথম হয়েছে বাঁকুড়ার ঈশানী চক্রবর্তী। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সে। পেয়েছে ৬৯৪ নম্বর।
-
প্রথম দশে ৬৬ জন
এবছর মাধ্যমিকে প্রথম দশে রয়েছে ৬৬ জন। প্রথম হয়েছে রায়গঞ্জ করোনেশন স্কুলের ছাত্র আদৃত সরকার। সে পেয়েছে ৬৯৬ নম্বর। দ্বিতীয় স্থানে মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ স্কুলের অনুভব বিশ্বাস। সে পেয়েছে ৬৯৪ নম্বর। দ্বিতীয় স্থানে রয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুর হাইস্কুলের সৌম্য পালও।
-
-
পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর, তৃতীয় কলকাতা
এবছর পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর। এই জেলায় পাশের হার ৯৬.৪৬ শতাংশ। দ্বিতীয় স্থানে কালিম্পং। এই জেলায় পাশের হার ৯৬.০৯ শতাংশ। পাশের হারে তৃতীয় স্থানে কলকাতা। এখানে পাশের হার ৯২.৩০ শতাংশ। চতুর্থ স্থানে পশ্চিম মেদিনীপুর জেলা। এই জেলায় পাশের হার ৯০.৫২ শতাংশ। রাজ্যে মোট পাশের হার ৮৬.৫৬ শতাংশ। গত বছর পাশের হার ছিল ৮৬.৩১ শতাংশ।
-
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ পর্ষদ সভাপতির
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, নির্বিঘ্নে পরীক্ষা শেষের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। শিক্ষামন্ত্রীর নিরন্তর পর্যবেক্ষণের মধ্য দিয়ে আমরা কাজ করতে পেরেছি।
-
পরীক্ষার্থীর সংখ্যায় ছেলেদের থেকে এগিয়ে মেয়েরা
রেগুলার পরীক্ষার্থী ৯ লক্ষ ১৩ হাজার ৮৮৩ জন। কন্টিনিউয়িং পরীক্ষার্থী ৫৪ হাজার ১৪৩ জন। কম্পাটমেন্টাল পরীক্ষার্থী ১ হাজার ৩৯৯ জন। ছেলেদের সংখ্যা ৪ লক্ষ ২৫ হাজার ৮৮১ জন। মেয়েদের সংখ্যা ৫ লক্ষ ৪৩ হাজার ৫৪৪ জন। ছেলেদের চেয়ে মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ২৭.২৬ শতাংশ বেশি
-
গত বছরের থেকে বেশি পরীক্ষার্থী
এবছর মাধ্যমিক পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছিল ৯ লক্ষ ৮৪ হাজার ৯৭৯ জন। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৯ লক্ষ ৬৯ হাজার ৪২৫ জন। গত বছরের তুলনায় ৫৬ হাজার ৮২৭ জন বেশি।
-
সাংবাদিক বৈঠকে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি
সাংবাদিক বৈঠক শুরু করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।
-
৭০ দিনের মাথায় হচ্ছে ফল প্রকাশ
এবছর মাধ্যমিক পরীক্ষা শেষ হয় গত ২২ ফেব্রুয়ারি। সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি বাতিল হওয়ার পর প্রশ্ন উঠতে শুরু করে, মাধ্যমিকের ফল প্রকাশে বিলম্ব হবে না তো? তবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আশ্বাস দিয়েছিলেন, যথাসময়েই ফল প্রকাশ হবে মাধ্যমিকের। মধ্যশিক্ষা পর্ষদও একই কথা জানায়। এবছর ৭০ দিনের মাথায় ফল প্রকাশ হচ্ছে মাধ্যমিকের। ২০২৪ এবং ২০২৩ সালের চেয়েও কম সময়ে মাধ্যমিকের ফল প্রকাশ হচ্ছে।
Published On - May 02,2025 8:37 AM
