AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WBCHSE Class 12th Result 2023: উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় সেরা ১০, কে হল প্রথম? আপনার স্কুল কি জায়গা পেল সেই তালিকায়

WBCHSE Class 12th Result 2023: বুধবার সকালে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ করেছে সংসদ। এবছর পাশের হার ৮৯.২৫ শতাংশ।

WBCHSE Class 12th Result 2023: উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় সেরা ১০, কে হল প্রথম? আপনার স্কুল কি জায়গা পেল সেই তালিকায়
উচ্চমাধ্যমিকের মেধাতালিকা
| Edited By: | Updated on: May 24, 2023 | 3:05 PM
Share

কলকাতা : ২০২৩-এর মোট ৮ লক্ষ ৫২ হাজার ৪৪৪ জন উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছিলেন। পরীক্ষা দেন ৮ লক্ষ ২৪ হাজার জন। সেই পরীক্ষার ফল প্রকাশ হল বুধবরা। এবছর পাশের হার ৮৯.২৫ শতাংশ। মেয়েদের তুলনায় ছেলেদের পাশের হার বেশি বলে জানানো হয়েছে সংসদের তরফে।

১ থেকে ১০-এ কারা, একনজরে:

প্রথম- প্রাপ্ত নম্বর ৪৯৬

শুভ্রাংশু সর্দার। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। দক্ষিণ ২৪ পরগনা।

দ্বিতীয়- প্রাপ্ত নম্বর ৪৯৫

১. সুষমা খান। বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়। প্রাপ্ত নম্বর ৪৯৫। বাঁকুড়া।

২. আবু সামা। রামকৃষ্ণপুর প্রমোদ দাশগুপ্তা মেমোরিয়াল হাইস্কুল। উত্তর দিনাজপুর।

তৃতীয়- প্রাপ্ত নম্বর ৪৯৪

১. চন্দ্রবিন্দু মাইতি। তমলুক হ্যামিলটন হাইস্কুলের ছাত্র, পূর্ব মেদিনীপুর।

২. অনসূয়া সাহা। বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়। দক্ষিণ দিনাজপুর।

৩. পিয়ালি দাস। কামাক্ষ্যাগুলি গার্লস হাইস্কুল, আলিপুরদুয়ার।

৪. শ্রেয়া মালিক। বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়। দক্ষিণ দিনাজপুর।

চতুর্থ- প্রাপ্ত নম্বর ৪৯৩

১. সৃজিতা বসাক। দাঙ্গারহাট হাইস্কুল। দক্ষিণ দিনাজপুর।

২. নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্য়ায়। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। দক্ষিণ ২৪ পরগনা।

৩. প্রেরণা পাল। ইছাপুর হাইস্কুল। উত্তর ২৪ পরগনা।

পঞ্চম- প্রাপ্ত নম্বর ৪৯২

১. কৌস্তভ কুণ্ডু। কাপশিট হাইস্কুল। হুগলি।

২. ঋষিতা সিনহা মহাপাত্র। নবনালন্দা শান্তিনিকেতন হাইস্কুল। বীরভূম।

৩. দীপ্তার্ঘ দাস। বাজারপুর রামকৃষ্ণ হাইস্কুল। পূর্ব মেদিনীপুর।

৪. অঙ্কিতা গরাই। নপাড়া হাইস্কুল। পুরুলিয়া।

৫. অনন্যা সামন্ত। বাজার বঙ্কাপাশি এসএম হাইস্কুল। পূর্ব বর্ধমান।

ষষ্ঠ- প্রাপ্ত নম্বর ৪৯১

১. চয়ন বর্মন। জেনকিনস স্কুল। কোচবিহার।

২. অঙ্কুর রায়। বৈরাটিগুড়ি হাইস্কুল। জলপাইগুড়ি।

৩. অর্কদীপ ঘড়া। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। দক্ষিণ ২৪ পরগনা।

৪. তমালকান্তি দাস। রাজনগর বিশ্বম্ভর হাইস্কুল। দক্ষিণ ২৪ পরগনা।

৫. সোমায়ন জানা। পরামনন্দপুর জগন্নাথ ইন্সটিটিউশন। পূর্ব মেদিনীপুর।

৬. সোহম চট্টোপাধ্যায়। দ্বারহাটা রাজেশ্বরী ইন্সটিটিউশন। হুগলি।

৭. রূপসা উপাধ্যায়। হিন্দমোটর হাইস্কুল। হুগলি।

৮. অদিতি মোহান্তি। সিমলাপাল মদনমোহন হাইস্কুল। বাঁকুড়া।

৯. সুপর্ণা মাহাতো। মাতগোডা হাইস্কুল। বাঁকুড়া।

১০. উৎসা কুণ্ডু। নেতাজি গার্লস হাইস্কুল। দার্জিলিং।

১১. সৌমিলি মণ্ডল। চাকদা বসন্তকুমারী বিদ্যাপীঠ। নদিয়া।

১২. সহেলি আহমেদ। কামাক্ষ্যাগুড়ি গার্লস হাইস্কুল। আলিপুরদুয়ার।

সপ্তম- প্রাপ্ত নম্বর ৪৯০

১. সন্দীপ ঘোষ। এমসি ইউলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল। আলিপুরদুয়ার।

২. দেবর্ষি বসাক। রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাইস্কুল। উত্তর ২৪ পরগনা।

৩. বিতান শাসমল। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। দক্ষিণ ২৪ পরগনা।

৪. অর্ক ঘোষ। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। দক্ষিণ ২৪ পরগনা।

৫. অভিরূপ পাল। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। দক্ষিণ ২৪ পরগনা।

৬. সৃজা উপাধ্যায়। যাদবপুর বিদ্যাপীঠ। কলকাতা।

৭. সুমিত মুখোপাধ্যায়। রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন। বীরভূম।

৮. রূপঙ্কর ঘটক। বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুল। পূর্ব বর্ধমান।

৯. কৌশিকী কুণ্ডু। কাপশিট হাইস্কুল। হুগলি।

১০. সৌজাত্য মুখোপাধ্যায়। চুঁচুড়া দেশবন্ধু মেমোরিয়াল হাইস্কুল। হুগলি।

১১. শরণ্য ঘোষ। জনাই ট্রেনিং হাইস্কুল। হুগলি।

১২. অর্ণব পতি। সিমলাপাল মদনমোহন হাইস্কুল। বাঁকুড়া।

১৩. অস্মিতা পাল। বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুল। বাঁকুড়া।

১৪. অভিরূপ পাল। বীরভূম জেলা হাইস্কুল। বীরভূম।

অষ্টম- প্রাপ্ত নম্বর ৪৯০

১. শ্রীতমা মিস্ত্রি। নেবাধাই বালিকা বিদ্যালয়। উত্তর ২৪ পরগনা।

২. সৈয়দ সাকলিন কবির। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। দক্ষিণ ২৪ পরগনা।

৩. সায়ন প্রধান। পাথফাইন্ডার এইচএস পাবলিক স্কুল, যোধপুর পার্ক। কলকাতা।

৪. আত্রেয়ী সাহানা। কোকন্দ কালিকা শিক্ষা সদন। হুগলি।

৫. সংযুক্তা বিশ্বাস। দৈনহাট হাইস্কুল। পূর্ব বর্ধমান।

৬. শ্রেষ্ঠা অধিকারী। কৃষ্ণা ভবানী নারী শিক্ষা মন্দির। হুগলি।

৭. সন্দীপ ভট্টাচার্য। পান্ডুয়া শশীভূষণ সাহা হাইস্কুল। হুগলি।

৮. আদিত্য সিনহা। কৃষ্ণা ভবানী নারী শিক্ষা মন্দির। হুগলি।

৯. ইশিকা সিল। রাজবলহাট গার্লস হাইস্কুল। হুগলি।

১০. সিরিন আলম। শিলিগুড়ি গার্লস হাইস্কুল। দার্জিলিং।

১১. সপ্তক দাস। বালুরঘাট হাইস্কুল। দক্ষিণ দিনাজপুর।

নবম – প্রাপ্ত নম্বর ৪৮৮

১. দেবাঙ্গনা দাস। বাল্য গার্লস হাইস্কুল। মালদহ।

২. প্রণব বর্মণ। মেখলিগঞ্জ হায়ার সেকেন্ডারি স্কুল। কোচবিহার।

৩. বৃষ্টি মাইতি। ধূলিয়াপুর পল্লিশ্রী বানি মন্দির। পূর্ব মেদিনীপুর।

৪. আমজাদ হোসেন। প্রেমেরডাঙা দেওয়ান বর্মন হাইস্কুল। কোচবিহার।

৫. অর্ক দাস। নব নালন্দা হাইস্কুল। কলকাতা।

৬. সায়ন সাহা। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। দক্ষিণ ২৪ পরগনা।

৭. অর্কপ্রতীম দে। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। দক্ষিণ ২৪ পরগনা।

৮. পবিত্র মাইতি। রাজনগর বিশ্বম্ভর হাইস্কুল। দক্ষিণ ২৪ পরগনা।

৯. তুহিন রঞ্জন অধিকারী। দাসপুর বিবেকানন্দ হাইস্কুল। পশ্চিম মেদিনীপুর।

১০. তৃষিতা কর্মকার। হাটবসন্তপুর হরপার্বতী ইন্সটিটিউশন। হুগলি।

১১. এথেনা বসু। মাকলা দেবেশ্বরী বিদ্যানিকেতন।  হুগলি।

১২. সুপ্রভাত ঘোষ। মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়। হুগলি।

১৩. সুজিত পাল। বদনগঞ্জ হাইস্কুল। হুগলি।

১৪.  মোনালিসা পাল। সেলিমবাগ হাইস্কুল। পূর্ব বর্ধমান।

১৫. অপূর্ব মণ্ডল। মেমারি ভিএম ইন্সটিটিউশন। পূর্ব বর্ধমান।

১৫. সায়ন্তনী দে। বিদ্যাপুর রাজ রাজেশ্বরী বালিকা বিদ্যালয়। পূর্ব বর্ধমান।

১৬. সুজিত কয়াল। বদনগঞ্জ হাইস্কুল। হুগলি।

১৭. সৌরশ্মী দাস। কালনা মহিষ মর্দিনী গার্লস হাইস্কুল। পূর্ব বর্ধমান।

১৮. প্রত্যুষা দাম। ইসলামপুর গার্লস হাইস্কুল। উত্তর দিনাজপুর।

দশম- প্রাপ্ত নম্বর ৪৮৭

১. আর্য নন্দী। স্প্রিংডেল হাইস্কুল। নদিয়া।

২. স্বাগতা চক্রবর্তী। সুনীতি অ্যাকাডেমি। কোচবিহার।

৩. পুষ্পিতা মোদক। কালিয়াগঞ্জ সরলা সুন্দরী হাইস্কুল। উত্তর দিনাজপুর।

৪. সময়িতা দাশগুপ্ত। সুনীতি বিড়লা সর্দার গার্লস হাইস্কুল। জলপাইগুড়ি।

৫. সুচেতনা জানা। সুনীতি বিড়লা সর্দার গার্লস হাইস্কুল। জলপাইগুড়ি।

৬. বিক্রম বর্মণ। নিশীময়ী হাইস্কুল। কোচবিহার।

৭. শেখ সইফ উদ্দিন আহমেদ। কালিন্দি ইউনিয়ন হাইস্কুল। পূর্ব মেদিনীপুর।

৮. সৌম্যদীপ দত্ত। তাসরলা সারবেরিয়া সনাতন হাইস্কুল। দক্ষিণ ২৪ পরগনা।

৯. কোয়েল কুণ্ডু। রামনগর অতুল বিদ্যালয়। হুগলি।

১০. অঞ্জুমা দিলরুবা। গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয়। হুগলি।

১১. মৃগাঙ্ক সাঁতরা। পাণ্ডুয়া শশীভূষণ সাহা হাইস্কুল। হুগলি।

১২. শেখ আব্দুল রাজ্জাক। হাড়মাসরা হাইস্কুল। বাঁকুড়া।

১৩. অগ্নিভ মুখোপাধ্যায়। বাঁকুড়া খিস্টান কলেজিয়েট স্কুল। বাঁকুড়া।

১৪. সুদীপ পাল। দত্তপুকুর মহেশ বিদ্যাপীঠ। উত্তর ২৪ পরগনা।

১৫. মল্লিকা দেবনাথ। মহাকালগুড়ি গার্লস হাইস্কুল। আলিপুরদুয়ার।

১৬, সায়ন্তন সরকার। রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির। মালদহ।

১৭. তৃণা পুরকায়স্থ। বার্লো গার্লস হাইস্কুল। মালদহ।