কলকাতা: মঙ্গলবার রাত থেকে শুরু হয়েছে। বুধবার ভোরবেলা পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে। কখনও বিক্ষিপ্তভাবে কখনও মুশলধারে। আজও সকাল থেকে আকাশের মুখ ভার। রোদের দেখা নেই। কার্যত বলাই চলে ভরা বসন্তে বৃষ্টিতে নাজেহাল বঙ্গবাসী। দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টির দাপটে ভিজছে বহু জেলা। যদিও বৃষ্টি যে হবে সেই পূর্বাভাস আগেই দিল হাওয়া অফিস। আর পূর্বাভাসকেই সত্যি করে গোটা রাত বৃষ্টিতে ভিজেছে পুরো বাংলা।
গতকাল গভীর রাত থেকে শুরু হয় বৃষ্টিপাত। জলপাইগুড়িতে রাত ১১ টা নাগাদ বজ্র-বিদ্যুৎ সহ মুশলধারায় বৃষ্টি শুরু হয়। গত দু’দিন ধরে প্রচণ্ড গরম পর এই বৃষ্টি কার্যত স্বস্তি নিয়ে এসেছে। বলাই চলে ফের শীতের আমেজ। অপরদিকে রায়গঞ্জে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়। একই ছবি ধরা পড়ে আলিপুরদুয়ারেও। ভোটে ৩টে থেকে লাগাতার বৃষ্টি শুরু হয় সেখানে। যার জেরে তাপমাত্রার পারদ একধাক্কায় অনেকটা কমে গিয়েছে। যেখানে দিনের বেলায় ৩৫-৩৬ ডিগ্রি সেলসিয়াস। সেখানে তাপমাত্রা কমে ২১ ডিগ্রি সেলসিয়াস।
অপরদিকে, দক্ষিণবঙ্গে হুগলিতে ঝোড়ো হাওয়া সঙ্গে মুশলধারে বৃষ্টি শুরু হয়। চুঁচুড়া,ব্যান্ডেল সহ বিস্তীর্ণ এলাকায় অনরগল বৃষ্টি পড়তে শুরু করে। কলকাতারও অবস্থা এক। রাত দু’টো থেকে লাগাতার বৃষ্টিতে ভেসেছে মহানগরী।