West Bengal Weather Update: স্বস্তির খবর! খুব শীঘ্রই বদলাবে আবহাওয়া, কলকাতায় বৃষ্টির দিন জানাল হাওয়া অফিস
West Bengal Weather: আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, এই তাপপ্রবাহের মধ্যেই শুক্রবার থেকে আবহাওয়া পরিবর্তনের সম্ভবনা রয়েছে।
কলকাতা: অনেক দিন হয়ে গিয়েছে বৃষ্টির মুখ দেখেনি শহর। কাঠফাটা রোদ, আর অসহ্য গরমে জেরবার রাজ্যবাসী। বিশেষ করে দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলার অবস্থা আরও খারাপ। ইতিমধ্যেই তাপপ্রবাহের জেরে অসুস্থ হয়ে রাজ্যে প্রাণ গিয়েছে দু’জনের। এখন বঙ্গবাসীর একটাই দাবি বৃষ্টি কবে আসবে? রাজ্যের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা ইতিমধ্যে ৪০ ছাড়িয়েছে তবে এই সবের মধ্যেই আশার আলো দেখালো হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, এই তাপপ্রবাহের মধ্যেই শুক্রবার থেকে আবহাওয়া পরিবর্তনের সম্ভবনা রয়েছে। পরপর তিনদিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কলকাতা সহ দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বে বারি ধারা। তবে পশ্চিমের জেলাগুলিতে এখনই মুক্তি নেই। তাপপ্রবাহের সতর্কতা জারি থাকছে আরও তিনদিন। সেখানে মে মাসের প্রথম দিকে বৃষ্টির সম্ভবনা রয়েছে।
উত্তরবঙ্গের নীচের দিকের জেলাগুলিতেও বুধবার তাপপ্রবাহের পরিস্থিতি জারি থাকবে বলে জানা গিয়েছে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে গরম ও অস্বস্তি দুটোই থাকবে। দার্জিলিং সহ উত্তরবঙ্গের অন্য পাঁচ জেলায় বৃষ্টি শুরু হয়েছে ইতিমধ্যেই। আগামী কয়েকদিনও বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়তে পারে আরও।
বুধবার কলকাতায় গরম ও অস্বস্তিকর আবহাওয়াই জারি থাকছে। আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টা একই রকম অস্বস্তি অব্যাহত থাকবে। এ দিন সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। আর মঙ্গলবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৪ শতাংশ। বৃষ্টি হয়নি।
আবহাওয়ার কারণে একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। প্রতিটি জেলার জেলাশাসককে বিশেষভাবে সতর্ক করেছে নবান্ন। বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে আধিকারিকদের।
আরও পড়ুন: Rain in West Bengal: গরমের দাপট থেকে রক্ষা পেতে বসল ব্যাঙের বিয়ের আসর, কব্জি ডুবিয়ে খেল এলাকাবাসী
আরও পড়ুন: CESC: এক ধাক্কায় বিদ্যুতের খরচ বাড়ল অনেকটা, জেনে নিন ইউনিট প্রতি কত দাম?