ফের বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়। অশনি, সিত্রাং-এর পর হাজির বছরের তৃতীয় ঘূর্ণিঝড় 'মান্দাস'।
এর প্রভাবে দক্ষিণ ভারতে দুর্যোগের আশঙ্কা। তবে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বাংলায় বৃষ্টির সম্ভাবনা নেই।
ঘূর্ণিঝড়ের প্রভাবে ঠান্ডা আমেজ কমবে। বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা। ১৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে কলকাতার পারদ।
আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় মান্দাস রয়েছে চেন্নাই থেকে ৬৪০ কিলোমিটার দূরে।
শুক্রবার মাঝরাতে পুদুচেরি ও শ্রীহরিকোটার মধ্যবর্তী উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়।
ঘণ্টায় সর্বোচ্চ ৮৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উপকূলে। এ বার ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে সৌদি আরব। অর্থ, ভেলা।