WB Weather Update: কেন হঠাৎ ২ ডিগ্রি কমল তাপমাত্রা? কোনদিকে ঘুরছে হাওয়া
Weather Update News: গত কয়েকদিন আগে হাজির হয়েছিল সাইক্লোন মন্থা। তবে পশ্চিমবঙ্গে তার ব্যাপক প্রভাব পড়েনি। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ঘোরাফেরা করছে ৭৮ থেকে ৯০ শতাংশের মধ্যে।

কলকাতা: বৃষ্টি থেমেছে। এবার শুরু হয়েছে হাওয়া বদলের খেলা। সপ্তাহান্তে তাপমাত্রা কমছে একটু একটু করে। শনিবারের তুলনায় রবিবার দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমেছে আরও বেশ কিছুটা। আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, একদিনে ২ ডিগ্রি তাপমাত্রা কমে গিয়েছে। আর এর মূল কারণ হল মেঘলা আকাশ।
হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আগামী সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে সেই অর্থে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ৫ নভেম্বর অর্থাৎ আগামী বুধবার উপকূলের দুই ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মায়ানমার উপকূলে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। ৬ তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের পর দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমে যাবে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ রবিবার প্রত্যেকটি জেলাতেই বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামিকাল শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং-এ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। সোমবারের পর থেকে উত্তরবঙ্গ পুরোপুরি শুষ্ক থাকবে। দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমে যাওয়ার পরে এখন যেখানে দাঁড়িয়েছে, আগামী পাঁচ দিন সেই একইরকম তাপমাত্রা থাকবে বলে জানা যাচ্ছে। দক্ষিণবঙ্গের তাপমাত্রা ধীরেধীরে নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে।
এবছর বর্ষা থেমে যাওয়ার পরও বারবার বৃষ্টি হয়েছে রাজ্যে। দুর্গা পুজো থেকে শুরু করে জগদ্ধাত্রী পুজো, প্রায় একমাস ধরে একটু বিরতি নিয়ে নিয়েই বৃষ্টি হয়েছে। অবশেষে দক্ষিণবঙ্গে বৃষ্টি থেমেছে। এদিকে, উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিতে ধস নেমে যে অবস্থায় হয়েছিল, তা এখনও কাটিয়ে উঠতে পারেনি সেখানকার মানুষ। তবে এবার ক্রমশ পরিস্থিতি বদলাচ্ছে।
গত কয়েকদিন আগে হাজির হয়েছিল সাইক্লোন মন্থা। তবে পশ্চিমবঙ্গে তার ব্যাপক প্রভাব পড়েনি। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ঘোরাফেরা করছে ৭৮ থেকে ৯০ শতাংশের মধ্যে।
