ফিরল উত্তুরে হাওয়ার দাপট, নামল তাপমাত্রার পারদও

কলকাতা, শহরতলী ছেড়ে বীরভূম, বর্ধমান কিংবা জঙ্গলমহলের জেলাগুলিতে এগোলে, এদিন তাপমাত্রার পারদ আরও খানিকটা নিম্নমুখী। সঙ্গে শীতল হাওয়া।

ফিরল উত্তুরে হাওয়ার দাপট, নামল তাপমাত্রার পারদও
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Jan 16, 2021 | 11:14 AM

কলকাতা: উত্তুরে হাওয়ায় আরও একবার কলকাতাজুড়ে কনকনে শীতের আমেজ। শনিবার সকালের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি থাকলেও উত্তরের হাওয়ায় দিনভর ভালই ঠান্ডা মালুম হবে। রাতের দিকে তাপমাত্রা আরও খানিকটা নামার সম্ভাবনা। বাইরে বের হলে অবশ্যই সঙ্গী হোক শীত পোশাক।

হাওয়া অফিস জানিয়েছে, শনিবারের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। আকাশ পরিষ্কার, দিনভরই থাকবে মিঠে কড়া রোদ। সারাদিনই উত্তুরে হাওয়ার দাপট থাকবে। গত কয়েকদিন পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হাওয়ার জোড়া ফলায় আটকে পড়েছিল শীত। সকাল-সন্ধ্যায় রীতিমত গরম লাগছিল কলকাতায়। মকর সংক্রান্তির দিন থেকে সে ছবিতে ফের বদল এসেছে।

আরও পড়ুন:  লাইভ: দেশজুড়ে শুরু করোনা টিকাকরণ অভিযান, উদ্বোধনে প্রধানমন্ত্রী

কলকাতা, শহরতলী ছেড়ে বীরভূম, বর্ধমান কিংবা জঙ্গলমহলের জেলাগুলিতে এগোলে, এদিন তাপমাত্রার পারদ আরও খানিকটা নিম্নমুখী। সঙ্গে শীতল হাওয়া। তবে উত্তরবঙ্গে কিন্তু ঘন কুয়াশা এদিনও। সমতল, ডুয়ার্সে একই ছবি। এর জেরে বাড়ছে পথদুর্ঘটনার আশঙ্কাও। শুক্রবারই কুয়াশায় দৃশ্যমানতা কমে যাওয়ায় ধূপগুড়িতে ভয়ঙ্কর একটি পথদুর্ঘটনা ঘটে। একজনের মৃত্যু হয়। গুরুতর আহত হন দু’জন।

প্রতিকূল আবহাওয়া এবং দৃশ্যমানতা কম থাকায় বিমান চলাচলের উপরও প্রভাব বাগডোগরা বিমানবন্দরে। সূত্রের খবর, পাঁচটি বিমান দেরিতে চলছে এবং একটি বিমান বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিমানবন্দর ও সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষ। এর জেরে ভোগান্তি বেড়েছে যাত্রীদের।