রোজভ্যালি কর্তা গ্রেফতারের পর গৌতম-ঘরনীর ‘সঙ্গী’ কে? জানতে মরিয়া সিবিআই

রোজভ্যালির গোল্ড জুয়েলারি সংস্থা ও হোটেল ব্যবসার বাকি ডিরেক্টরদের জিজ্ঞাসাবাদ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

রোজভ্যালি কর্তা গ্রেফতারের পর গৌতম-ঘরনীর 'সঙ্গী' কে? জানতে মরিয়া সিবিআই
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Jan 16, 2021 | 5:33 PM

কলকাতা: রোজভ্যালিকর্তা (RoseValley Case) গৌতম কুণ্ড জেলে, তবুও কীভাবে দিনের পর দিন গোল্ড জুলেয়ারির ব্যবসা চালিয়ে গেলেন শুভ্রা কুণ্ডু? তাঁর মাথার ওপর কার হাত ছিল? এখন সেই নামটাই খুঁজে পেতে মরিয়া সিবিআই। দীর্ঘ জেরার পর শুক্রবার বিকালেই শুভ্রা কুণ্ডুকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। আজ ট্রানজিট রিমান্ডে তাঁকে ভুবনেশ্বর নিয়ে যাওয়ার জন্য সিবিআই-এর আবেদন এদিন মঞ্জুর করে বিধাননগর আদালত। ভুবনেশ্বরেই শুভ্রাকে সার্বিক জেরা করা হবে।

সূত্র মারফত জানা গিয়েছে, ইতিমধ্যেই শুভ্রাকে তদন্তকারীরা প্রশ্ন করেছেন, গৌতম কুণ্ড গ্রেফতারের পর কীভাবে এজেসি বোস রোডের ফোর স্টার হোটেল চালালেন শুভ্রা। এক্ষেত্রে যে শুভ্রার একার পক্ষে একাজ করা সম্ভব ছিল না, সে ব্যাপারে নিশ্চিত তদন্তকারীরা। তবে শুভ্রাকে সামনে রেখে আর কোনও মাথা কাজ করে গিয়েছে তা এখনও অস্পষ্ট সিবিআই-এর কাছে।

আরও পড়ুন: করোনা-যুদ্ধে নতুন ভোর, আজ থেকেই শুরু ভ্যাকসিনেশন

শুধু হোটেলই নয়, কোনও এক প্রভাবশালী ব্যক্তির সাহায্যে গোল্ড জুয়েলারির ব্যবসাও চালিয়েছেন এতদিন। এখন সেই প্রভাবশালীর খোঁজ পেতে চাইছেন তদন্তকারীরা। রোজভ্যালির গোল্ড জুয়েলারি সংস্থা ও হোটেল ব্যবসার বাকি ডিরেক্টরদের জিজ্ঞাসাবাদ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, রোজভ্যালি মামলায় শুভ্রা কুণ্ডকে  শুক্রবার গ্রেফতার করে সিবিআই। তাঁর বিরুদ্ধে বহু কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে। এবিষয়ে একাধিকবার তাঁকে প্রশ্ন করেছেন তদন্তকারীরা। তবে বারবারই উত্তর এড়িয়ে গিয়েছেন শুভ্রা। তারপরই গ্রেফতার করা হয় তাঁকে। সিবিআই জানিয়েছে, শুভ্রার বিরুদ্ধে একাধিক প্রমাণ রয়েছে তাদের হাতে।