করোনা-যুদ্ধে নতুন ভোর, আজ থেকেই শুরু ভ্যাকসিনেশন

সকাল সাড়ে ১০টায় এই মহাযজ্ঞের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

করোনা-যুদ্ধে নতুন ভোর, আজ থেকেই শুরু ভ্যাকসিনেশন
ভ্যাকসিন নেওয়ার চিত্র প্রতীকী
Follow Us:
| Updated on: Jan 16, 2021 | 11:24 AM

কলকাতা: অপেক্ষার আর কয়েক মুহূর্ত। শনিবার দেশজুড়ে শুরু হচ্ছে করোনার টিকাকরণ কর্মসূচি। প্রথম দফায় দেশের প্রত্যেকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে প্রায় ৩০০৬টি কেন্দ্রে এদিন করোনার টিকা দেওয়া হবে। টিকা পাবেন প্রায় ৩ কোটি মানুষ।

রাজ্যে মোট কেন্দ্রের সংখ্যা ২০৭টি। সকাল সাড়ে ১০টায় এই মহাযজ্ঞের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে নবান্ন থেকে টিকাকরণ কেন্দ্রগুলির সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিনভর গোটা প্রক্রিয়ায় নজর থাকবে তাঁর।

আরও পড়ুন: সংশোধিত ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৬ লক্ষ নাম

কলকাতা মেডিক্যাল কলেজ, এনআরএস, এসএসকেএম, আরজিকর মেডিক্যাল কলেজ, চিত্তরঞ্জন সেবাসদনে হবে টিকাকরণ। এছাড়াও ঢাকুরিয়া আমরি, অ্যাপোলা, আরএন টেগোরেও করোনার ভ্যাকসিন দেওয়া হবে। এছাড়াও পুরসভার বেশ কয়েকটি স্বাস্থ্যকেন্দ্রে প্রথম দফার টিকাকরণ হবে। প্রতি বুথে এদিন ১০০ জন করে টিকা নেবেন।