Durga Puja Weather Update: অষ্টমীতেই গভীর নিম্নচাপ, ভালোয় ভালোয় কি কাটবে পুজো?
Durga Puja Weather Update: নিম্নচাপের প্রভাব বাংলায় সে ভাবে পড়তে পড়তে পুজোর পাট চুকে যেতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তবে আরব সাগরে রয়েছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা। তারও প্রভাব দেশের কোথাও পড়ার সম্ভাবনা কম। সম্ভাব্য ঘূর্ণিঝড় যেতে পারে ওমান-ইয়েমেনের দিকে।
কলকাতা: পুজোর মুখে বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। অষ্টমীতে তা গভীর নিম্নচাপে পরিণত হবে। তবে নিম্নচাপের যা গতিবিধি, তাতে বাংলায় দুর্যোগের আশঙ্কা নেই। নিম্নচাপের প্রভাবে সমুদ্রেই বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। নবমী, দশমীতে নামমাত্র বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। কলকাতা-সহ ৬ জেলায় খুব হালকা থেকে হালকা বৃষ্টির পূর্বাভাস। ফলে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তবে এই সময় বাকি রাজ্য শুকনো থাকার সম্ভাবনাই বেশি।
আবহবিদরা বলছেন, নিম্নচাপ প্রথমে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোবে, পরে বাঁক নিয়ে মায়ানমার-বাংলাদেশ উপকূলের দিকে এগোবে। ফলে অনেকটা সময় সমুদ্রেই কেটে যাওয়ার সম্ভাবনা।
তাই নিম্নচাপের প্রভাব বাংলায় সে ভাবে পড়তে পড়তে পুজোর পাট চুকে যেতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তবে আরব সাগরে রয়েছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা। তারও প্রভাব দেশের কোথাও পড়ার সম্ভাবনা কম। সম্ভাব্য ঘূর্ণিঝড় যেতে পারে ওমান-ইয়েমেনের দিকে। দক্ষিণবঙ্গের পাশাপাশি পুজোয় উত্তরবঙ্গেরও আকাশ পরিষ্কার থাকবে বলে জানা যাচ্ছে। পুজোর চারটে দিন উত্তরবঙ্গের সিংহভাগ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দার্জিলিং ও কালিম্পংয়ে আগামী কয়েকদিন অল্প বিস্তর বৃষ্টি হতে পারে। পঞ্চমীর দিন বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। চতুর্থীর দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৫৯ থেকে ৯৩ শতাংশের আশেপাশে। তবে আগামী কয়েকদিনে তা আরও অনেকটা কমে যাবে বলে মনে করা হচ্ছে।