কলকাতা: নভেম্বরের শুরুতে বেশ ভালই শিরশিরে আবহাওয়ার অনুভব হচ্ছিল। মনে হয়েছিল, এবার বুঝি শীতটা একটু তাড়াতাড়িই চলে এল। কিন্তু ভুল ভাঙল দ্বিতীয় সপ্তাহের শেষ দিক থেকে। আবারও অস্বস্তি। বিশেষ করে বাইরে বের হলে রীতিমতো ঘাম দিচ্ছে। আবহাওয়া দফতর বলছে, বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয়। একটানা জলীয় বাষ্প ঢুকছে। আকাশ মেঘে ঢাকতেই কোপ ঠান্ডা আমেজে।
রবিবার ২১.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। মঙ্গলবার পর্যন্ত রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে। উচ্চচাপের প্রভাবে হালকা বৃষ্টিও হতে পারে বঙ্গে। তবে সে সম্ভাবনা যে খুব জোরাল এমন নয়।
বরং আশার খবর, মঙ্গলবার উচ্চচাপের ফাঁড়া কাটলে বুধবারের পর ফিরবে ঠান্ডা আমেজ। এমনও হতে পারে, আগামী সপ্তাহান্তে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের নিচেও নামতে পারে।
তবে হাওয়া অফিসের যা ইঙ্গিত, তাতে পুরোদমে দক্ষিণবঙ্গে শীত পড়তে এখনও কিছুটা সময় বাকি। ১৫ ডিসেম্বরের আগে সে অর্থে কলকাতায় শীত পড়েও না। তবে ধীরে ধীরে তাপমাত্রা নামতে শুরু করে। কিন্তু এবার নভেম্বরেই দু’বার তাপমাত্রা ১৮’র কাছাকাছি নেমে গিয়েছিল।
যদিও তা ক্ষণস্থায়ীই হয়। এখন ঠিক সেই পরিস্থিতিই চলছে। যেখানে তাপমাত্রা বেড়ে ২১-এর ঘরও ছুঁয়ে ফেলেছে। আবহাওয়াবিদরা বলছেন, এটা ২২ ডিগ্রির উপরেও চলে যেতে পারে। কারণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া উচ্চচাপ বলয়ের জন্য প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে।
এই জলীয় বাষ্পের কারণেই উত্তরের দিক থেকে আসা হিমশীতল হাওয়া বাধাপ্রাপ্ত হয়। যা পরিস্থিতি তাতে আগামী মঙ্গলবার, বুধবার দক্ষিণবঙ্গের কোথাও কোথাও অল্প বৃষ্টি হলেও হতে পারে। উচ্চচাপ বলয় দুর্বল হয়ে গেলে, জলীয় বাষ্পের পরিমাণও কমতে শুরু করবে।
বুধবারের পর থেকে অর্থাৎ নভেম্বরের শেষবেলায় কিছুটা ঠান্ডার আমেজ মিলতে পারে বঙ্গে। ১৮ ডিগ্রির নিচে নামতে পারে তাপমাত্রা। কলকাতার ক্ষেত্রে আবহাওয়াবিদরা বলেন, টানা কয়েকদিন তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রির নিচে থাকলে তবে বলা যায় শীত পড়ল। সেই সম্ভাবনা এর মধ্যে নেই। তবে ১৬ থেকে ১৮ ডিগ্রির মধ্যে তাপমাত্রা নামার সম্ভাবনা আগামী সপ্তাহান্তে রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ দাস বলেন, “যেহেতু জলীয় বাষ্প ঢুকছে আমাদের এখানে। ফলে রাতের তাপমাত্রা একটু বাড়বে। আগামী দু’ তিনদিন কলকাতায় ২০ ডিগ্রির উপরে থাকবে। তবে বুধবার থেকে উচ্চচাপ বলয় দুর্বল হয়ে যাবে। বুধবার থেকে তাপমাত্রা থেকে আবার কমবে তাপমাত্রা। শনিবার রবিবার ১৬ ডিগ্রি থেকে ১৮ ডিগ্রির মধ্যে থাকতে পারে।”
আরও পড়ুন: Ballygung: অমানবিক! ক্রনিক কিডনি রোগীকে জল নিয়ে বালিগঞ্জের সভাগৃহে ঢুকতে বাধা
আরও পড়ুন: TMC Leader Death: কাটমানি কম বেশি হলে গুলি দিয়েই ফয়সালা হয় তৃণমূলে: দিলীপ
আরও পড়ুন: সংসদের শীতকালীন অধিবেশনের রণকৌশল ঠিক করতে চলতি সপ্তাহেই দিল্লি সফর মমতার
কলকাতা: নভেম্বরের শুরুতে বেশ ভালই শিরশিরে আবহাওয়ার অনুভব হচ্ছিল। মনে হয়েছিল, এবার বুঝি শীতটা একটু তাড়াতাড়িই চলে এল। কিন্তু ভুল ভাঙল দ্বিতীয় সপ্তাহের শেষ দিক থেকে। আবারও অস্বস্তি। বিশেষ করে বাইরে বের হলে রীতিমতো ঘাম দিচ্ছে। আবহাওয়া দফতর বলছে, বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয়। একটানা জলীয় বাষ্প ঢুকছে। আকাশ মেঘে ঢাকতেই কোপ ঠান্ডা আমেজে।
রবিবার ২১.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। মঙ্গলবার পর্যন্ত রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে। উচ্চচাপের প্রভাবে হালকা বৃষ্টিও হতে পারে বঙ্গে। তবে সে সম্ভাবনা যে খুব জোরাল এমন নয়।
বরং আশার খবর, মঙ্গলবার উচ্চচাপের ফাঁড়া কাটলে বুধবারের পর ফিরবে ঠান্ডা আমেজ। এমনও হতে পারে, আগামী সপ্তাহান্তে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের নিচেও নামতে পারে।
তবে হাওয়া অফিসের যা ইঙ্গিত, তাতে পুরোদমে দক্ষিণবঙ্গে শীত পড়তে এখনও কিছুটা সময় বাকি। ১৫ ডিসেম্বরের আগে সে অর্থে কলকাতায় শীত পড়েও না। তবে ধীরে ধীরে তাপমাত্রা নামতে শুরু করে। কিন্তু এবার নভেম্বরেই দু’বার তাপমাত্রা ১৮’র কাছাকাছি নেমে গিয়েছিল।
যদিও তা ক্ষণস্থায়ীই হয়। এখন ঠিক সেই পরিস্থিতিই চলছে। যেখানে তাপমাত্রা বেড়ে ২১-এর ঘরও ছুঁয়ে ফেলেছে। আবহাওয়াবিদরা বলছেন, এটা ২২ ডিগ্রির উপরেও চলে যেতে পারে। কারণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া উচ্চচাপ বলয়ের জন্য প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে।
এই জলীয় বাষ্পের কারণেই উত্তরের দিক থেকে আসা হিমশীতল হাওয়া বাধাপ্রাপ্ত হয়। যা পরিস্থিতি তাতে আগামী মঙ্গলবার, বুধবার দক্ষিণবঙ্গের কোথাও কোথাও অল্প বৃষ্টি হলেও হতে পারে। উচ্চচাপ বলয় দুর্বল হয়ে গেলে, জলীয় বাষ্পের পরিমাণও কমতে শুরু করবে।
বুধবারের পর থেকে অর্থাৎ নভেম্বরের শেষবেলায় কিছুটা ঠান্ডার আমেজ মিলতে পারে বঙ্গে। ১৮ ডিগ্রির নিচে নামতে পারে তাপমাত্রা। কলকাতার ক্ষেত্রে আবহাওয়াবিদরা বলেন, টানা কয়েকদিন তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রির নিচে থাকলে তবে বলা যায় শীত পড়ল। সেই সম্ভাবনা এর মধ্যে নেই। তবে ১৬ থেকে ১৮ ডিগ্রির মধ্যে তাপমাত্রা নামার সম্ভাবনা আগামী সপ্তাহান্তে রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ দাস বলেন, “যেহেতু জলীয় বাষ্প ঢুকছে আমাদের এখানে। ফলে রাতের তাপমাত্রা একটু বাড়বে। আগামী দু’ তিনদিন কলকাতায় ২০ ডিগ্রির উপরে থাকবে। তবে বুধবার থেকে উচ্চচাপ বলয় দুর্বল হয়ে যাবে। বুধবার থেকে তাপমাত্রা থেকে আবার কমবে তাপমাত্রা। শনিবার রবিবার ১৬ ডিগ্রি থেকে ১৮ ডিগ্রির মধ্যে থাকতে পারে।”
আরও পড়ুন: Ballygung: অমানবিক! ক্রনিক কিডনি রোগীকে জল নিয়ে বালিগঞ্জের সভাগৃহে ঢুকতে বাধা
আরও পড়ুন: TMC Leader Death: কাটমানি কম বেশি হলে গুলি দিয়েই ফয়সালা হয় তৃণমূলে: দিলীপ
আরও পড়ুন: সংসদের শীতকালীন অধিবেশনের রণকৌশল ঠিক করতে চলতি সপ্তাহেই দিল্লি সফর মমতার