Weather Update: এখনও কাটেনি বৃষ্টি কাঁটা! ফের এই তারিখ থেকে পশ্চিম ঝঞ্ঝায় ভুগবেন দক্ষিণবঙ্গবাসী

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 31, 2021 | 5:01 PM

Weather Update: আগামী পাঁচ দিন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। পশ্চিমী ঝঞ্জা আর নেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী পাঁচ দিনের আবহাওয়া পরিষ্কার থাকবে।

Weather Update: এখনও কাটেনি বৃষ্টি কাঁটা! ফের এই তারিখ থেকে পশ্চিম ঝঞ্ঝায় ভুগবেন দক্ষিণবঙ্গবাসী
ফের বৃষ্টি কলকাতায়

Follow Us

কলকাতা: একটি পশ্চিমী ঝঞ্ঝা কেটেছে। পরিষ্কার আকাশ, রোদ ঝলমলে ওয়েদার! কিন্তু এমনটা আর বেশি দিন নয়। শুক্রবার থেকে যে তাপমাত্রা কমতে শুরু করবে, তা বেশি দিনের জন্য স্থায়ী থাকবে না। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

আগামী পাঁচ দিন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। পশ্চিমী ঝঞ্জা আর নেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী পাঁচ দিনের আবহাওয়া পরিষ্কার থাকবে। তাই রাতের তাপমাত্রা আগামী চার দিন ধীরে ধীরে কমবে। তবে এতটা আনন্দেরও খবর নয়।

আরেকটি পশ্চিমী ঝঞ্জা আবার আসতে চলেছে আগামী ৪ তারিখ উত্তর পশ্চিম ভারতে । তাই যে তাপমাত্রা কমবে সেটা বেশিদিন থাকবে না। ৫ তারিখ থেকে আবার রাতের তাপমাত্রা বাড়বে। দুই বঙ্গেই আগামী দু’দিন সকালের দিকে হালকা কুয়াশা থাকবে। পশ্চিমী ঝঞ্ঝা চলে যাওয়ার কারণে যে জলীয় বাষ্প রয়ে গিয়েছে, তার ফলেই এই কুয়াশার প্রভাব থাকবে। জাঁকিয়ে শীত এখনও পড়ার সম্ভাবনা নেই। শনিবার কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রির আসেপাশে থাকবে। জেলাতে আরেকটু কম।

জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ ফের জাঁকিয়ে ঠান্ডা উপভোগ করতে পারবেন বঙ্গবাসী। প্রায় ১৪ দিন পর তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি হয়ে গিয়েছিল। বর্ষবরণে শীতের পোশাক খুব বেশি লাগবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। তবে প্রথম সপ্তাহেই তাপমাত্রা নামতে শুরু করবে। কলকাতার তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রির আশেপাশেই থাকবে বলে মনে করছেন তাঁরা।

শুক্রবার হালকা বৃষ্টি: পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম

শুক্রবার মাঝারি বৃষ্টি: দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার

আরও পড়ুন: Kolkata CP: ‘সাইবার ক্রাইম সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কোভিড বিধি মেনে আনন্দ করুন’, বললেন কলকাতার নতুন সিপি বিনীত গোয়েল

 

আরও পড়ুন: IPS Promotion: রাজীব কুমার সহ একাধিক আইপিএসের পদোন্নতি রাজ্যে, কে কোন পদে, একনজরে

 

Next Article