Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather Update: প্রচণ্ড গরমে হাঁসফাঁস উত্তরবঙ্গ, জুনের অতিবৃষ্টি কমতে কমতে ঠেকেছে মাইনাস ১ শতাংশে

North Bengal Weather: হাওয়া অফিস থেকে আরও জানানো হয়েছে, উত্তরবঙ্গের ক্ষেত্রে সরাসরি সরাসরি সূর্যের আলো পড়ায় তাপমাত্রা ৭-৮ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গিয়েছে। গত চার-পাঁচ বছরে এই ঘটনা দেখা যায়নি।

Weather Update: প্রচণ্ড গরমে হাঁসফাঁস উত্তরবঙ্গ, জুনের অতিবৃষ্টি কমতে কমতে ঠেকেছে মাইনাস ১ শতাংশে
আবারও কি বাড়বে তাপমাত্রা? (প্রতীকী ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Jul 16, 2022 | 2:20 PM

কলকাতা ও শিলিগুড়ি : গরমে নাজেহাল অবস্থা উত্তরের জেলাগুলিতে। হঠাৎ করে অসহ্যকর গরম। ইতিমধ্যেই দিনহাটা কলেজের এক পড়ুয়া অসুস্থ হয়ে পড়েছিল। পরে তাঁর মৃত্যু হয়। অনুমান করা হচ্ছে, প্রচণ্ড গরমের কারণেই মৃত্যু হয়েছে ওই ছাত্রীর। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে এই অস্বস্তিকর পরিস্থিতি (Weather Condition in North Bengal) আরও দু’দিন বজায় থাকবে। ১৮ জুলাইয়ের পর থেকে মৌসুমী অক্ষরেখার কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। ২০ জুলাই উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস (Alipore Weather Office)। হাওয়া অফিস থেকে আরও জানানো হয়েছে, উত্তরবঙ্গের ক্ষেত্রে সরাসরি সরাসরি সূর্যের আলো পড়ায় তাপমাত্রা ৭-৮ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গিয়েছে। গত চার-পাঁচ বছরে এই ঘটনা দেখা যায়নি।

শনিবার এবং রবিবার উত্তরবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। সরাসরি সূর্যের আলো পড়ার কারণে, মুর্শিদাবাদের উপরের দিকের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটা বেড়ে গিয়েছে। জুলাই মাসে সাধারণত এই ধরনের পরিস্থিতি দেখা যায় না বলেই জানিয়েছে হাওয়া অফিস। জুন মাসে উত্তরবঙ্গ ও সিকিম মিলিয়ে যে অতিবৃষ্টি ছিল, তা এখন কমতে কমতে -১ শতাংশে এসে পৌঁছেছে।

এই মুহূর্তে একটি নিম্নচাপ রয়েছে যেটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃত। এর পাশাপাশি মৌসুমী অক্ষরেখাও নিজের অবস্থান থেকে একটু দক্ষিণে সরে অবস্থান করছে। দু’টির কোনওটিই সরাসরি আমাদের রাজ্যের উপরে নেই। ফলে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া এবং হুগলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি চলবে। ছোট ছোট স্পেলে বৃষ্টি হবে। এর পাশাপাশি মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং নদিয়ায় হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।