Weather Update: সংক্রান্তিতে কি আর কখনও শীত পড়বে! রেকর্ড যা বলছে…

Weather Update: সকাল থেকেই পূণ্যস্নানের ভিড় শুরু হয়েছে গঙ্গাসাগরে। তবে কনকনে ঠাণ্ডা তো নেই, বরং তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশ কিছুটা বেশি।

Weather Update: সংক্রান্তিতে কি আর কখনও শীত পড়বে! রেকর্ড যা বলছে...
Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Jan 14, 2025 | 11:21 AM

কলকাতা: সার্বিকভাবেই উষ্ণতর হচ্ছে আবহাওয়া। চলতি শীতে, ক’দিন কনকনে ঠাণ্ডা পড়েছে, তা হাতে গুনে বলা সম্ভব। শীত ছুঁতে ছুঁতেই শেষ ডিসেম্বর মাস। জানুয়ারিতে চলছে শীতের লুকোচুরি খেলা। শুরুতে তাপমাত্র কম থাকলেও, কয়েকদিনের মধ্যেই ফের তাপমাত্রা বাড়তে শুরু করে। তবে শীত পড়ুক না নাই পড়ুক, সংক্রান্তিতে উত্তরে হাওয়া বইবে, ঠাণ্ডা লাগবে- এটাই রীতিমতো প্রবাদে পরিণত হয়েছিল। কিন্তু রেকর্ড বলছে অন্য কথা।

সংক্রান্তিতে যে শীতের দফারফা হয়ে গিয়েছে, মঙ্গলবার সকাল থেকেই তা স্পষ্ট। গত ১২ বছরের মধ্যে এদিন তৃতীয় উষ্ণতম সংক্রান্তি বাংলায়। তবে গত কয়েক বছরের রেকর্ডও খুব একটা ভাল নয়। যেভাবে দিনে দিনে তাপমাত্রা বাড়ছে, তাতে হয় সংক্রান্তিতে শীত পড়ার প্রবাদটাই মিথ্যা হয়ে যাবে।

মঙ্গলবার আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা থাকছে ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। রাতের তাপমাত্রাও স্বাভাবিকের ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। মূলত জোড়া ঝঞ্ঝার জেরেই জেলাগুলিতেও শীতের প্রভাব কমেছে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর। জানা যাচ্ছে, মাঘের প্রথম কয়েকদিনেও শীতঘুমে থাকবে শীত। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, ১৮ জানুয়ারির পর তাপমাত্রা কমতে পারে।

এবার চোখ রাখা যাক, সংক্রান্তির রেকর্ডে। ২০২১ সালে সংক্রান্তির দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস, ২০২২ সালে ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস আর ২০২৩ সালে সব রেকর্ড ভেঙে গিয়েছিল। ১৯.৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল সংক্রান্তির তাপমাত্রা। আর এবার তাপমাত্র ১৬.৬ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে বেশি। আগামী ১৮ জানুয়ারির পর ঠাণ্ডা ফিরতে পারে বলে অনুমান করছেন আবহাওয়াবিদরা।