Sayantika Banerjee: রাজভবনে যাবেন না সায়ন্তিকারা, বিধানসভাতেই থাকবেন শপথ-পাঠের অপেক্ষায়

Pradipto Kanti Ghosh | Edited By: Soumya Saha

Jun 25, 2024 | 11:48 PM

MLA Oathtaking: সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বা রায়াত হোসেন সরকার দু'জনের কেউই যাচ্ছেন না রাজভবনে। জানা যাচ্ছে, আগামিকাল দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বিধানসভাতেই অপেক্ষা করবেন দুই বিধায়ক।

Sayantika Banerjee: রাজভবনে যাবেন না সায়ন্তিকারা, বিধানসভাতেই থাকবেন শপথ-পাঠের অপেক্ষায়
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: বিধায়কদের শপথ বিতর্কে রাজ্য-রাজভবন সংঘাত এবার আরও তীব্র। আগামিকাল, বুধবার দুপুরবেলা উপনির্বাচনে জয়ী তৃণমূলের দুই নতুন বিধায়ককে শপথবাক্য পাঠ করানোর জন্য রাজভবনে ডেকেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বা রায়াত হোসেন সরকার দু’জনের কেউই যাচ্ছেন না রাজভবনে। জানা যাচ্ছে, আগামিকাল দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বিধানসভাতেই অপেক্ষা করবেন দুই বিধায়ক।

দুই ভাবী বিধায়ক চাইছেন রাজ্যপাল বা তাঁর কোনও প্রতিনিধিকে পাঠানো হোক বিধানসভায়। বিধানসভাতেই শপথবাক্য পাঠ করতে চান তাঁরা। মঙ্গলবার এই নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ফের একপ্রস্থ চিঠি লিখলেন দুই বিধায়ক। এখন দেখার ভাবী বিধায়কদের শপথ গ্রহণ ঘিরে আগামিকাল পরিস্থিতি কোন দিকে মোড় নেয়। উল্লেখ্য, এবারের লোকসভা ভোটের সঙ্গেই বাংলায় দুটি আসনে বিধানসভা উপনির্বাচন হয়েছে। বরাহনগরে ও ভগবানগোলায়। দুই জায়গাতেই জিতেছে তৃণমূল। বরাহনগর থেকে তৃণমূলের তারকা মুখ সায়ন্তিকা জয়ী হয়েছেন। ভগবানগোলা থেকে জয়ী হয়েছেন রেয়াত।

ভোটপর্ব মিটে গেলেও এখনও বিধানসভায় শপথ গ্রহণ করে উঠতে পারেননি সায়ন্তিকা ও রেয়াত। গত কয়েকদিন ধরেই উপনির্বাচনে জয়ী তৃণমূলে দুই প্রার্থীর বিধায়ক হিসেবে শপথ গ্রহণ ঘিরে জোর বিতর্ক তৈরি হয়েছে। রাজ্য-রাজভবন জটিলতার মাঝেই বেশ কয়েক দফা চিঠি চালাচালি হয়ে গিয়েছে। সায়ন্তিকাও চিঠি লিখেছেন রাজ্যপাল বোসকে। বিধায়ক পদে শপথ না নেওয়ার কারণে তিনি এলাকার কাজ করতে পারছেন না, সে কথাও জানিয়েছিলেন সায়ন্তিকা।

Next Article